এসিসি টুর্নামেন্টে কিউরেটর বিসিবির মামুন
ছবি: সংগৃহীত
আজ থেকে নেপালের মাটিতে শুরু হয়েছে এসিসি মেন্স প্রিমিয়ার কাপ। যেখানে লড়বে এশিয়ার দশটি দেশ। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে নেপাল ক্রিকেট এসোসিয়েশনের সঙ্গে (সিএএন) পিচ কিউরেটর হিসেবে কাজ করছেন বাংলাদেশী আব্দুল আল মামুন।
একসময় বিসিবির গ্রাউন্ডসম্যান হিসেবে কাজ করেছেন মামুন। দেশের গণ্ডি পেরিয়ে এবার নেপালের মাটিতে অনুষ্ঠেয় ১০ জাতির এই আসরে কাজ করছেন তিনি। এই টুর্নামেন্ট পরিচালনার জন্য মামুনকে নেপাল মুলপানি ক্রিকেট গ্রাউন্ডের প্রধান কিউরেটর হিসেবে নিয়োগ দিয়েছে সিএএন।
বিজ্ঞাপন
আজ থেকে শুরু হওয়া এসিসি মেন্স প্রিমিয়ার কাপ শেষ হবে ২৯ এপ্রিল। ২৪ ম্যাচের এই টুর্নামেন্টে মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে কাঠমান্ডুর মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে।
টুর্নামেন্টে অংশ নেওয়া দশ দলের মধ্যে গ্রুপ ‘এ’ তে স্বাগতিক নেপালের সঙ্গে সৌদি-আরব, ওমান, কাতার ও মালয়েশিয়া আছে। আর গ্রুপ ‘বি’ তে আছে সংযুক্ত আরব-আমিরাত, কুয়েত, বাহরাইন, সিঙ্গাপুর ও হংকং।
বিজ্ঞাপন
এসএইচ/এইচজেএস