নতুন খেলোয়াড় তৈরি নিয়ে সাকিবের মন্তব্য অপ্রত্যাশিত
সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে রীতিমতো বোমা ফাটিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। আঙুল তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কয়েকজন কর্মকর্তার দিকে। বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) এর কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন সাকিব। তার এমন মন্তব্য অপ্রত্যাশিত বলছেন এইচপি ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়।
আজ রোববার গুলশানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দুর্জয় বলেন, ‘বিষয়টা আমার জন্য এবং আপনাদের জন্য অপ্রত্যাশিত হওয়া উচিত। আপনারা সবাই জানেন যে এইচপি চার থেকে পাঁচ বছর আগে কোথায় ছিল, এখন কোথায় আছে। আমাদের অনূর্ধ্ব-১৯ এর ক্রিকেটাররা এইচপি দলে খেলে এখন জাতীয় দলে বেশ কয়েকজন খেলছে এবং পারফরম্যান্স করছে। তো সেটা কিন্তু আসলে একেবারে ওপেন একটা চিত্র।’
বিজ্ঞাপন
লাইভ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘শেষ ৪-৫ বছরে এইচপি থেকে কয়টা ক্রিকেটার তৈরি করেছে তা আমার জানা নেই। আমাদের ক্রিকেট বোর্ডে অনেকেই আছেন যারা ক্রিকেট খেলেছেন এর আগে, যারা দেশকে প্রতিনিধিত্ব করেছে। তবে আমার মনে হয় সুজন ভাই ছাড়া এখানে অন্য কারও সম্পৃক্ততা নেই। যারা অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে তাদের নিয়েই আমরা অনেক বেশি স্বপ্ন দেখা শুরু করেছি।’
সাকিবের এমন মন্তব্যের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় জরুরি বৈঠকে বসেছিলেন কয়েকজন বোর্ড পরিচালক। সে বৈঠক শেষে দুর্জয় বলেন, সাকিবের এমন অযৌক্তিক।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘যখন এইচপি ভালো করছে দেখেন কয়েকজন জাতীয় ক্রিকেটার থাকা আয়ারল্যান্ড উলভস দলের সঙ্গে পুরো সিরিজ জিতেছে। তো যখন এইচপি দল ভালো করছে, তখন এ কথা বলা, এই প্রশ্ন তোলা আমার কাছে খুব বিস্ময়কর এবং অপ্রত্যাশিত ছাড়া কিছু মনে হয়নি।’
টিআইএস