শনিবার এক ফেসবুক লাইভে এসে ভেতরে জমে থাকা ক্ষোভগুলো উগড়ে দেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের সঙ্গে হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়ের দিকে আঙুল তোলেন তিনি। সাকিবের বিষয়টি একেবারেই মানতে নারাজ বোর্ড কর্তারা। অনেকেই মনে করছেন সাকিবকে কেউ ভুল নির্দেশনায় পরিচালিত করছেন।

সাকিবের মন্তব্যের পর আজ (রোববার) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় জরুরি বৈঠকে বসেছিলেন কয়েকজন বোর্ড পরিচালক। সে বৈঠক শেষে দুর্জয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সাকিবকে যে ভুল নির্দেশনা দেওয়া হচ্ছে এখন সে ব্যাপারটা উন্মুক্ত।

দুর্জয় বলেন, ‘আজকের বৈঠকটা ছিল নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা ট্যুর এসব বিষয়ে। সে সঙ্গে এই বিষয়টা চলে এসেছে। বললে হয়তো বিশ্বাসও করবেন না যে আমি সাক্ষাৎকারটা দেখিও নাই, শুনিও নাই। সেখানে এইচপি নিয়ে যেহেতু বলা হয়েছে সেখানে আমি ধারনা পেলাম যেটা আপনারা বললেন। ভুল নির্দেশনা দেওয়া হচ্ছে এখন ব্যাপারটা ওপেন।’

তিনি আরও যোগ করেন, ‘না না আসলে থামানোর জন্য যে জিনিসগুলো আসা দরকার, ওই সময় যে ব্যানটা আসার কথা, যে ইস্যু সে কিন্তু নিজে ওটার ব্যাপারে জানতো, আমরা জানতাম না হয়তো তার কারণে এমন হয়েছে। এবার আসলে ভুল নির্দেশনা জিনিসটা ব্যাবহার করা হতে পারে। এবার যেমন সমালোচনা আছে। আপনারাও অনেক জায়গায় বলেছেন যে এটা ঠিক হয়নি এই সিদ্ধান্তের সঙ্গে আপনারা এক না।’

টিআইএস/এমএইচ