আইপিএল শেষ সুন্দরের
ছবি: সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আর মাঠে নামা হচ্ছে না এই অলরাউন্ডারের। এ তথ্য নিশ্চিত করেছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ।
ফ্র্যাঞ্চাইজিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্দরের সুস্থতাও কামনে করেছে। তাদের অফিশিয়াল ফেইসবুক পেইজে লিখেছে, 'হ্যামস্টিংয়ের চোটের কারণে এবারের আসর থেকে ছিটকে গেছেন ওয়াশিংটন সুন্দর। দ্রুত সুস্থতা কামনা করছি, ওয়াশি (ওয়াশিংটন)'।
বিজ্ঞাপন
আরও পড়ুন>>> মুশফিককে পেছনে ফেলে কোহলির বিশ্বরেকর্ড
আসর থেকে ছিটকে যাওয়ার আগে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি সুন্দর। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভুগেছেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে আসরে ৭ ম্যাচে ১৫ গড়ে করেছেন ৬০ রান। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৩ উইকেট।
বিজ্ঞাপন
এইচজেএস