আজ ইডেনে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচের আগে মাকে ১ লাখ টাকা পাঠালেন রিংকু সিং। 

এক পোস্টে রিংকু লেখেন, এক দম মন থেকে এই টাকা পাঠাচ্ছি। ক্রেড সংস্থার সঙ্গে যুক্ত হয়ে প্রথম টাকা পাঠালাম আমার সব থেকে বড় সমর্থককে। 

এর সঙ্গে টাকা পাঠানোর যে ছবি দিয়েছেন রিংকু, সেখানে দেখা যাচ্ছে যে মাকে টাকা পাঠিয়েছেন তিনি।

রিংকু মাঠের বাইরেও এমন কাজকর্ম করেন যা শিরোনামে আসার মতো। একটি ক্রিকেট স্কুল এবং অ্যাকাডেমি চালান রিংকুর কোচ আমিনি। সেটি সরকারের ১৫ একর জমির ওপর অবস্থিত। সেই জমিতেই হস্টেল তৈরি করছেন রিংকু। প্রায় ৫০ লাখ টাকা খরচ হচ্ছে। পুরো টাকাই তিনি দেবেন।  

এ বারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন রিংকু। এখনও পর্যন্ত আট ম্যাচে তিনি ২৫১ রান করেছেন। দু’টি অর্ধশতরানও রয়েছে।  

এনএফ