মাঠে নামছে টাইগাররা, তার আগে বৃষ্টির বাধা
ঘরের মাঠে আয়ারল্যান্ডকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হারানোর পর অ্যাওয়ে সিরিজে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে মুশফিক-তামিমরা আজ (৫ মে) প্রস্তুতি ম্যাচ খেলতে নামছেন। তবে লন্ডনের ক্যামব্রিজ মাঠে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে এই ম্যাচের আগে হানা দিয়েছে বৃষ্টি। ফলে নির্ধারিত সময়েও টস দেওয়া যায়নি।
সাকিব আল হাসান ছাড়া ইতোমধ্যে ইংল্যান্ডে দলের সঙ্গে বাকি ক্রিকেটাররা যোগ দিয়েছেন। গতকাল বাংলাদেশ ছেড়ে যাওয়া পেসার মুস্তাফিজুর রহমানও যোগ দেন আজ। একইদিন টাইগার শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের। ফলে তিনি আজকের প্রস্তুতি ম্যাচে খেলছেন না। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন সাকিব, সেখান থেকেই বাংলাদেশ সময় অনুযায়ী গতকাল রাতে রওনা হয়েছেন।
বিজ্ঞাপন
আজকের প্রস্তুতি ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ সময় পৌনে ৪টায়। তবে হালকা বৃষ্টির কারণে কয়টা নাগাদ ম্যাচটি শুরু হবে তা বলা যাচ্ছে না। এর আগে টাইগার শিবিরে যোগ দেন নতুন সহকারী কোচ নিক পোথাস।
আগামী ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তামিম ইকবালের দল। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।
বিজ্ঞাপন
আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।
এসএইচ/এএইচএস