বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রস্তুতি ম্যাচে নিষিদ্ধ গণমাধ্যম!
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ রয়েছে বাংলাদেশের। যদিও বৃষ্টি বাধায় ম্যাচটি এখনও মাঠে গড়ায়নি। আয়ারল্যান্ড উলভসের বিপক্ষের এই প্রস্তুতি ম্যাচ চলাকালে মাঠে ঢোকার অনুমতি পাননি গণমাধ্যমকর্মীরা। এর পেছনে আইরিশ ক্রিকেট বোর্ড কয়েকটি কারণের কথা জানিয়েছে।
গণমাধ্যমকে অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিয়েছে আয়ারল্যান্ড। আইরিশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার ক্রেইগ ইয়েসডাউন দেশের জাতীয় একটি দৈনিককে বলেছেন, ‘(নিষেধাজ্ঞার কারণ হলো) ভেন্যুটির (কেমব্রিজ) সঙ্গে চুক্তি, সুরক্ষা, নিরাপত্তা ও সুযোগ-সুবিধার ঘাটতি। কোনো গণমাধ্যম ও দর্শকের (মাঠে ঢোকার) অনুমতি নেই।’
বিজ্ঞাপন
WELCOME Today we’re bringing you updates from the warm-up match between Ireland Wolves v Bangladesh Men. It's a...
Posted by Cricket Ireland on Friday, May 5, 2023
এদিকে, আগামী ৯ মে থেকে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে সিরিজের ম্যাচগুলো সরাসরি টিভিতে দেখা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কেননা এখন পর্যন্ত কোনো টিভি চ্যানেলই কেনেনি আসন্ন সিরিজের সম্প্রচার স্বত্ব।
বিজ্ঞাপন
আরও পড়ুন >> বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ সরাসরি দেখা নিয়ে শঙ্কা!
এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, ‘এখন পর্যন্ত খেলা সম্প্রচার নিয়ে কোনো তথ্য নেই। এটা আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের বিষয়। স্বাগতিক বোর্ডই এসব বিষয় দেখে। ম্যাচের আয়োজন ও সম্প্রচার স্বত্ব বিক্রিও তারাই করবে। এটা তাদের ব্যাপার।’
ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে বাকি দুটি ম্যাচ হবে আগামী ১২ এবং ১৪ মে। ওয়ানডে সুপার লিগের ম্যাচের অংশ হওয়ায় এই সিরিজে ৩-০ ব্যবধানে জিতলে, সরাসরি বিশ্বকাপে পৌঁছে যাবে আয়ারল্যান্ড।
এসএইচ/এএইচএস