ডিপিএল
মাশরাফিদের হারিয়ে শিরোপার আরও কাছে আবাহনী
ছবি: সংগৃহীত
রূপগঞ্জকে হারালে শিরোপার দৌড়ে আরও এগিয়ে যাবে আবাহনী। এমন সমীকরণের সামনে এসে ঠিকই মাশরাফি বিন মুর্তজার দলকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে মোসাদ্দেক হোসেনের দল।
টস জিতে আগে ব্যাট করতে নামে রূপগঞ্জ। নির্ধারিত ওভারের আগে সবকটি উইকেট হারিয়ে লেজেন্ডস অব রূপগঞ্জ সংগ্রহ করে ২৩০ রান। শুরুতে রূপগঞ্জের দুই ওপেনার মুনিম শাহরিয়ার (২) ও পারভেজ হোসেন ইমন (১০) ফিরে যান। তিন নামা সাব্বির রহমানও ফিরেছেন কেবল ৮ রান করে।
বিজ্ঞাপন
এরপর দলকে পথ দেখান ইরফান শুক্কুর ও চিরাগ জানি। এই দুই ব্যাটার মিলে যোগ করেন ৮১ রান। তবে চিরাগ ৫১ বলে ৫০ রান করে ফেরেন। এরপর ৫২ রান করে ফেরেন শুক্কুরও। পরবর্তীতে জাওয়াদ রোয়েনের ৪৬ ও অধিনায়ক মাশরাফির ২৬ রানে ২৩০ রান পুঁজি পায় রূপগঞ্জ। আবাহনীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার রিপন মন্ডল। খুশদিল শাহ নেন ২ উইকেট।
মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় আবাহনী। দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাইম শেখ মিলে করেন ৭২ রান। এরপর ৩৩ রান করা বিজয়কে লেগ বিফোঁরের ফাঁদে ফেলে দলকে প্রথম সাফল্য এনে দেন মাশরাফি। ৫৬ রান করে আউট হন নাইম শেখও।
বিজ্ঞাপন
তৃতীয় উইকেটে মাহমুদুল জয় ও আফিফ হোসেন যোগ করে ৫৪ রান। আফিফ আউট হন ৩৩ রান করে। জয় আউট হওয়ার আগে করেন ৬৭ রান। এরপর মোসাদ্দেক (৭) ও জাকের আলি অনিক ফেরেন কোনো রান না করে। শেষদিকে খুশদিলের অপরাজিত ২২ ও নাহিদুলের অপরাজিত ১০ রানে সহজ জয় পায় আবাহনী। রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মুক্তার আলি।
এসএইচ/এইচজেএস