মুমিনুল-সাদমানদের নিয়েই কাজ শুরু সিডন্সের
সপ্তাহখানেক আগে জেমি সিডন্স নিজেই জানিয়েছিলেন বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্বে থাকছেন না তিনি। এরপর পরবর্তী গন্তব্যের কথাও স্পষ্ট করে বলেছিলেন। সেই ধারাবাহিকতায় দেশের তরুণ ক্রিকেটারদের প্রস্তুত করার দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের সাবেক এই প্রধান কোচ। বাংলাদেশ ‘এ’ দলসহ জুনিয়র ক্রিকেটারদের নিয়ে তিনি কাজ শুরু করছেন।
যেই কথা সেই কাজ, গেল শনিবারই (৬ মে) দেখা গেছে টাইগারদের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হককে নিয়ে মিরপুরের একাডেমী মাঠে দীর্ঘ সময় কাজ করেন সিডন্স। সেখানে মুমিনুলকে নানা ধরনের টিপস দিতেও দেখা যায় এই অজি কোচকে। এ নিয়ে দেশের এক জাতীয় দৈনিককে সিডন্স জানিয়েছেন, ‘আজ আমরা একটা শট নিয়ে কাজ করেছি। এটা ম্যাচে কাজে লাগাতে ছয়-সাত মাস লেগে যেতে পারে। মাত্র একটা শটের কথা বলছি কিন্তু। মুমিনুলের হাতে কিন্তু পুল শট নেই। আমরা এখনো পুল শটে যাইনি। এসব দক্ষতা ম্যাচে কাজে লাগাতে হয়তো ১২ মাসের মতো সময় লেগে যাবে।’
বিজ্ঞাপন
সিডন্স জানান দুই বছর দায়িত্ব পালন করতে পারলে অনেক ক্রিকেটারই তৈরি হবে, ‘ধীরে ধীরে ছেলেদের সব দুর্বলতা কমিয়ে আনতে পারলেই ওরা ভালো ক্রিকেটারে পরিণত হবে। মুশি (মুশফিক) সব শট খেলতে পারে। এ কারণে সে ছন্দে থাকলে তাকে থামিয়ে রাখা কঠিন। অন্যদেরও ওই মানে পৌঁছে দিতে হবে। সব শট খেলতে পারতে হবে। আর সময়ও দিতে হবে সেজন্য। আমি যদি দুই বছর এই দায়িত্বে থাকি, তাহলে হয়তো সাকিব বা মুশির মানের ক্রিকেটার পেয়ে যাবেন।’
এরপর সিডন্সকে কাজ করতে দেখা গেছে বাংলাদেশ দলের আরেক ক্রিকেটার সাদমান ইসলামের সঙ্গে। মিরপুরের একাডেমী মাঠে সিডন্সের কাছ থেকে ব্যাকলিফটের সঙ্গে পাওয়ার হিটিং শট নিয়েও কাজ করতে দেখা যায়। সেক্ষেত্রে বলাই যায়, বেশ ভালোভাবেই নিজের দায়িত্ব সামলাচ্ছেন সিডন্স।
বিজ্ঞাপন
এসএইচ/এএইচএস