গোল্ডেন ডাক খেলেন লিটন
ছবি: সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এক ম্যাচে সুযোগ পেয়ে সুবিধা করতে পারেননি লিটন কুমার দাস। এরফলে বাকি ম্যাচগুলো সাইডবেঞ্চে বসেই কাটাতে হয়েছিল তাকে। এবার জাতীয় দলে ফিরেও ব্যর্থ এই ওপেনার।
চেমসফোর্ডে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। আইরিশদের হয়ে বল হাতে ইনিংস ওপেন করা জশ লিটল প্রথম ওভারেই বেশ ভুগিয়েছেন বাংলাদেশি ব্যাটারদের। নতুন বলে এই পেসারের বাড়তি সুইং আর পেস সামলাতে পারেননি লিটন। ইনিংসের চতুর্থ বলটি অফ স্টাম্পের ওপর ইয়র্কার করেছিলেন লিটল, সেখানে সোজা ব্যাটে ডিফেন্স করতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি লিটন। তাতে বল আঘাত হানে তার প্যাডে। আর আম্পায়ার তাতে আঙ্গুল তুলতে খুব একটা সময় নেননি।
বিজ্ঞাপন
১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩ রান। তামিম উইকেটে আছেন ৩ রান নিয়ে, অপর অপরাজিত ব্যাটার শান্ত এখনও রানের খাতা খুলতে পারেননি।
এইচজেএস
বিজ্ঞাপন