‘আমি চাই আমার ছেলে ব্যাটার হয়ে আইপিএলে অনেক টাকা পাক’
পীযূষ চাওলা ভারতীয় দলে আর নিয়মিত হতে পারছেন না। গতবারের আইপিএলে না খেললেও এবার খেলছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। পীযূষ চাওলা চান তার ছেলে যেন বোলার না হয়ে ব্যাটার হয়। আর আইপিএলে খেলে অনেক টাকা পায়।
ভারতের আরও এক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের একটি শো-তে এসেছিলেন চাওলা। সেখানেই জানালেন যে, তিনি তার সাত বছরের ছেলেকে হুমকি দিয়ে রেখেছেন, বোলার হতে যেন না চায় সে।
বিজ্ঞাপন
সেই শো-তে অশ্বিন বলেন, পীযূষ চাওলার মতো মশকরা কেউ করতে পারে না। ম্যাচের আগে অনুশীলনের সময় চাওলাকে বলেছিলাম, ক’দিন আগে ধারাভাষ্য দিচ্ছিলে, হঠাৎ বোলিং করছ, উইকেট নিচ্ছ। উত্তরে চাওলা বলেন, আমাকে ডাকল বল করতে। তাই দলে যোগ দিলাম। ধারাভাষ্য দেওয়ার পর আরও ভাল বল করা যায়।
সেই আড্ডায় চাওলা বলেন, আমি আমার ছেলেকে রোজ বল করি। যাতে ও ভাল ব্যাটার হতে পারে। আমি চাই না ও বোলার হোক। ব্যাটার হয়ে আইপিএলে বিরাট টাকা পাক।
বিজ্ঞাপন
মুম্বাই দলে চাওলার সঙ্গে তার পরিবারও রয়েছে। একটি ভিডিওতে দেখা যায় ঈশান কিশন চাওলার ছেলেকে হোটেলের ঘরে বল করছে।
এনএফ