আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। রাজস্থানকে হারাতে পারলে প্লে-অফের দৌড়ে আরও খানিকটা এগিয়ে যাবে কলকাতা। সেই খেলাতেও কেকেআরের ব্যাটিংয়ের অন্যতম প্রধান ভরসা সেই রিংকুই। এখন থেকেই প্লে-অফে নামতে তৈরি তিনি।
 
গতকাল সংবাদ সম্মেলনে রিংকুকে প্লে-অফ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্লে-অফ নিয়ে দলের মধ্যে খুব বেশি কথা হচ্ছে না। আমরা যদি পরের তিনটে ম্যাচ জিতে যাই তা হলেই প্লে-অফে উঠে যাব। 

রিংকু মুখে সে কথা বললেও কেকেআর পরের তিন ম্যাচ জিতলেই কিন্তু প্লে-অফ নিশ্চিত হবে না। কারণ, সর্বোচ্চ ১৬ পয়েন্টে যাওয়ার সুযোগ রয়েছে কলকাতার। ১৮ পয়েন্ট হলে প্লে-অফ নিশ্চিত বলা যেতে পারে। আর এ বার প্রতিটা দলই খুব কাছাকাছি রয়েছে। ফলে এখনও কারও প্লে-অফ নিশ্চিত হয়নি। কিন্তু এখন থেকেই শেষ চারের কথা ভাবছেন রিংকু। 

এ বারের আইপিএলে ফিনিশারের ভূমিকায় দেখা যাচ্ছে রিংকুকে। কেকেআর যে পাঁচটি ম্যাচে জিতেছে তার সবগুলোতেই রিংকুর অবদান রয়েছে। কী ভাবে কঠিন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখেন সে কথাও বলেছেন কেকেআর ব্যাটার। 

রিংকুর কথায়, আমার কাজই শেষ দিকে নেমে দলকে জেতানো। শুধু কেকেআর নয়, উত্তরপ্রদেশের হয়েও এই কাজটা করি আমি। আর শেষ দিকে নেমে খেলা শেষ করার জন্য মাথা ঠান্ডা রাখা প্রয়োজন। তা হলে অতিরিক্ত চাপ পড়ে না। সেই কারণ যতটা পারি মাথা ঠান্ডা রাখার চেষ্টা করি। 

এনএফ