অপেক্ষা ছিল মাত্র ১ উইকেটের। গতকাল (বৃহস্পতিবার) ইডেনে বল হাতে নিয়েই সেই লক্ষ্যে পৌঁছে যান যুজবেন্দ্র চাহাল। কলকাতার বিপক্ষে ইনিংসের ১১তম ওভারে প্রথমবার বল করতে আসেন চাহাল। দ্বিতীয় বলেই কলকাতা অধিনায়ক নীতীশ রানার উইকেট তুলে নেন চাহাল। সেই সুবাদে আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার এখন তিনি। 

এর আগে টুর্নামেন্টটিতে সর্বোচ্চ উইকেটশিকারের রেকর্ডটি ছিল ক্যারিবীয়ান ডোয়াইন ব্রাভোর দখলে। ১৬১টি ম্য়াচের ১৫৮টি ইনিংসে বল করে ১৮৩টি উইকেট নিয়েছিলেন ব্রাভো। এবার সেই রেকর্ড ভাঙলেন চাহাল। ভারতীয় এ বোলার ১৪৩টি ম্যাচের ১৪২টি ইনিংসে বল করে চূঁড়ায় উঠলেন। ব্রাভোর থেকে ১৬টি কম ইনিংসে বল করেই আইপিএলের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়েন চাহাল।

গতকাল ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ২৫ রান খরচায় ৪টি উইকেট তুলে নেন চাহাল। নীতীশ রানা ছাড়াও তিনি সাজঘরে ফেরান বেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং ও শার্দুল ঠাকুরকে। সেই সুবাদে চলতি  আইপিএলেও এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। এবারের আইপিএলে এখনও পর্যন্ত ১২ ম্যাচে বল করে ২১টি উইকেট নিয়েছেন চাহাল।

আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি দশ বোলার

যুজবেন্দ্র চাহাল ১৮৭ উইকেট
ডোয়াইন ব্রাভো ১৮৩টি উইকেট
পীযূষ চাওলা ১৭৪টি উইকেট
অমিত মিশ্র ১৭২টি উইকেট
রবিচন্দ্রন অশ্বিন ১৭১টি উইকেট
লাসিথ মালিঙ্গা ১৭০টি উইকেট
ভুবনেশ্বর কুমার ১৬৩টি উইকেট
সুনীল নারিন ১৫৯টি উইকেট
হরভজন সিং ১৫০টি উইকেট
রবীন্দ্র জাদেজা ১৪৮টি উইকেট

এফআই