আইপিএলের চলতি আসরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে তরুণ ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়াল। সর্বশেষ গতকাল কলকাতার বিপক্ষে খুনে ইনিংসে অনন্য নজির গড়েছেন রাজস্থান রয়্যালসের এই ব্যাটার। মাত্র ১৩ বলে পঞ্চাশ ছু্ঁয়ে আইপিএল ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন জয়সওয়াল। ভেঙেছেন লোকেশ রাহুল ও প্যাট কামিন্সের আগের যৌথ দ্রুততম (১৪ বলে) ফিফটির রেকর্ড। 

এদিকে, জয়সওয়ালের ব্যাটিংয়ে অনেকের মতো মুগ্ধ হয়েছেন বিরাট কোহলিও। তরুণ এই ব্যাটারের প্রশংসা করে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন কোহলি। কিন্তু প্রথমে করা সেই পোস্ট পরে তিনি মুছে ফেলেছিলেন। এরপর আবারো একটি পোস্ট করেন। কোহলি সেখানে লিখেছেন, ‘অনেকদিন এত ভালো ব্যাটিং দেখিনি। যশস্বী, কী অসামান্য প্রতিভা।’

প্রথম পোস্টেও একই কথা লিখেছিলেন। কিন্তু সেই ছবিতে কোহলি যশস্বীর যে ছবি দিয়েছিলেন, তাতে আইপিএল এবং জিয়ো সিনেমার লোগো দেখা যাচ্ছিল। কয়েক মিনিটের মধ্যেই সেই ছবি মুছে দেন তিনি। নতুন যে ছবি পোস্ট করেন, তাতে লোগোগুলো ফেলে দেওয়া হয়।

জয়সওয়ালের রেকর্ডময় রাতে ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার কলকাতার দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়ায় ৪১ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে রাজস্থান রয়্যালস।

এফআই