বেশ দেখেশুনেই খেলছিলেন। কিন্তু গ্রাহাম হিউমের করা অফ স্টাম্পের বাইরের বলে অযথাই খোঁচা দিয়ে বসলেন লিটন দাস। আইরিশ উইকেটরক্ষক লরকান টাকার সেটি তালুবন্দী করতে মোটেও ভুল করেননি। অথচ তামিম ইকবালের আউটের পর বল বুঝে বাউন্ডারি খেলছিলেন লিটন ও নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ইনিংসের প্রথম বাউন্ডারি আসে ৪.২ ওভারে। কম ঝুঁকিপূর্ণ ও বোলারকে টার্গেট করেই দুজন আগাচ্ছিলেন, হঠাৎই মনোযোগ সরিয়ে খেসারত দিতে হলো লিটনকে। ৯ ওভারে ৪০ রান তুলতেই বাংলাদেশ ২ উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছে।

আউট হওয়ার আগে লিটন ২১ বলে ২১ রান করেন। যেখানে ছিল আগের ম্যাচে তাকে আউট করা আইরিশ পেসার জস লিটলের বলে পরপর দুটো বাউন্ডারি। ব্যাকফুটে দারুণ ড্রাইভে চারের পর পুল করে ছক্কা মেরেছেন লিটন। এর আগের ওভারে মার্ক অ্যাডায়ারকে দুটি চার মেরেছেন নাজমুল হোসেন। 

এর আগে বাংলাদেশ একবারই এর সমান বা বেশি রানের লক্ষ্যে ব্যাটিং করে জিতেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই জয় এসেছিল ২০১৯ বিশ্বকাপে। টন্টনে উইন্ডিজদের দেওয়া ৩২২ রানের লক্ষ্য পেরিয়ে যায় টাইগাররা। এই ম্যাচের লক্ষ্যও (৩২০ রান) প্রায় তার কাছাকাছি। তবে সেই চ্যালেঞ্জ নেওয়ার ইনিংসের শুরুতেই ফিরে যান তামিম ইকবাল। টাইগার অধিনায়কও মার্ক অ্যাডায়ারের বলে লেগ স্কয়ারে ফ্লিক করতে গিয়ে শর্ট ফিল্ডারের হাতে ধরা পড়েন। তার আগে ১৩ বলে ৭ রান করে তিনি।

ম্যাচের শুরুতে শোচনীয় অবস্থায় ছিল আয়ারল্যান্ডও। ৪৫ ওভারে কমে আসা ম্যাচের পাওয়ার প্লে নেমে আসে ৯ ওভারে। দুই উইকেট হারিয়ে তখন আইরিশদের সংগ্রহ ছিল মাত্র ২৬ রান। এরপর তো ইতিহাস গড়া ইনিং খলেন হ্যারি টেক্টর। টাইগার বোলারদের তুলোধুনো করে তিনি থামেন ১৪০ রানে। এছাড়া অ্যান্ড্রু বালবার্নি ৪২ এবং জর্জ ডকরেল করেন ৭৪ রান।

এএইচএস