উইন্ডিজদের বিপক্ষে ড্র করলেন আফিফরা
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম টেস্টের শুরুতে রানচাপায় পড়েছিল বাংলাদেশ। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেও আউট হওয়া দুই ব্যাটারের কল্যাণে ৪২৭ রানে বড় স্কোর গড়ে সফরকারীরা। যার জবাবে আফিফ হোসেনের দল মাত্র ২৬৪ রানেই অলআউট হয়ে যায়। ফলে ফলোঅনে পড়ে স্বাগতিক বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি দারুণভাবে ড্র করেছে তারা। স্বাগতিকদের হয়ে দুই ইনিংসেই জাকের আলী ব্যাটে দৃঢ়তা দেখিয়েছেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনটি চারদিনের অনানুষ্ঠানিক টেস্টের সিরিজ চলছে। আনুষ্ঠানিক টেস্ট ম্যাচের চেয়ে একদিন কম হওয়ায় এই ম্যাচের ফলে কিছুটা সুবিধা পেয়েছে স্বাগতিকরা। কেননা চতুর্থ দিন শেষ হওয়ার আগে আফিফরা ১৮৭ রান করতেই ৭ উইকেট পড়ে যায়।
বিজ্ঞাপন
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৬৪ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন ওয়ানডাউনে নামা সাইফ হাসান। এই রান করতে তিনি মাত্র ৭১ বল খেলেছেন। এছাড়া জাকের আলী ৬৫ এবং অধিনায়ক আফিফ করেন ৪৫ রান। উইন্ডিজদের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন জ্যায়ার ম্যাকঅ্যালিস্টার।
বিজ্ঞাপন
এসএইচ/এএইচএস