রাহুলের সেঞ্চুরির পর ঋষভের ঝড়, ভারত ৩৩৬
অনেকদিন ছিলেন অফ ফর্মে। আগের ম্যাচে পেয়েছিলেন ফিফটি, এবার সেঞ্চুরি। ফিফটি করেন অধিনায়ক বিরাট কোহলিও। এরপর ঝড় তুলেন ঋষভ পান্ত আর হার্দিক পান্ডিয়া। তাতে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের সামনে ৩৩৭ রানের বড় লক্ষ্য দিয়েছে ভারত।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান। শুরুতে ব্যাটিংয়ে নেমে দ্রুতই দুই উদ্বোধনী ব্যাটসম্যানের উইকেট হারায় স্বাগতিকরা। ১৭ বলে ৪ রান করে রেস টপলের বলে সাজঘরে ফেরত যান শিখর ধাওয়ান।
বিজ্ঞাপন
৫ চারে ২৫ বলে ২৫ রান করে আউট হন রোহিত শর্মাও। এরপর লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি। দুজন মিলে গড়েন ১২১ রানের জুটি। কোহলি অবশ্য নিজের সেঞ্চুরি খড়া কাটাতে পারেননি এই ম্যাচেও। ৩ চার ও ১ ছক্কায় ৭৯ বলে ৬৬ রান করে আউট হয়ে যান তিনি।
তবে ঠিকই সেঞ্চুরি তুলে নেন রাহুল। তার ৭ চার ও ২ ছক্কায় ১১৪ বলের ইনিংসটি থামে ১০৮ রানে। তবে ভারতের ইনিংসটি বিশাল হওয়ার বড় কৃতিত্বটা পাবেন ঋষভ পান্ত। ৩ চার ও ৭ ছক্কায় ৪০ বলে ৭৭ রান করেন তিনি।
বিজ্ঞাপন
শেষদিকে ঝড় তুলেন হার্দিক পান্ডিয়াও। ১ চার ও ৪ ছক্কায় ১৬ বলে ৪৫ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রানে থামে ভারত। ৮ ওভারে ৫০ রান দিয়ে দুই উইকেট পান রেসে টপলে।
এমএইচ/এটি