বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ/ক্রিকইনফো

পঞ্চাশ ওভারের লড়াই শেষে এবার টি-টোয়েন্টিতে চোখ বাংলাদেশ দলের। ওয়ানডে ফরম্যাটে একেবারেই সুবিধা করতে পারেনি টাইগাররা। নিউজিল্যান্ডের কাছে ৩ ম্যাচ সিরিজের সবগুলোতে হার। ফরম্যাট বদলিয়ে এবার কুড়ি ওভারের যুদ্ধ। এ ফরম্যাটে ঘুরে দাঁড়াতে চায় সফরকারীরা। এজন্য ভয়ডরহীন ক্রিকেটে চোখ অধিনায়ক মাহমুদল্লাহ রিয়াদের।

আজ নিউজিল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় রিয়াদ বলেন, ‘টি-টোয়েন্টিতে কোনো ধরনের জড়তা ছাড়া ভয়ডরহীন ক্রিকেট যদি আমরা খেলতে পারি তাহলে ফল আমাদের পক্ষে নিয়ে আসা সম্ভব। আমি বিশ্বাস করি, আমাদের জয়ের ক্ষুধা তীব্রভাবে আছে। আমরা এটার জন্য মুখিয়ে আছি। ইনশাআল্লাহ কাল আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।’

একদিনের সিরিজে একেবারেই সুবিধা করতে পারেনি দল। টি-টোয়েন্টি তুলনায় ওয়ানডেতে কিছুটা এগিয়ে থেকেও অসহায় আত্মসমর্পণ সফরকারীদের। তবে রিয়াদ জানালেন, কুড়ি ওভারের ক্রিকেটে কেউই ফেভারিট নয়। এই ফরম্যাটে ছোট দল বা বড় দল বলে কিছু নেই।

রিয়াদ বলেন, ‘ওয়ানডেতে আশানুরূপ পারফর্ম করতে পারিনি এ কারণে আমরা আশাহত। আমরা বিশ্বাস করি- দল হিসেবে সামর্থ্য অনুযায়ী আমরা পারফর্ম করতে পারিনি। টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট যেখানে বড় দল ছোট দল বলতে কিছু নেই।’ 

রিয়াদ আরও যোগ করেন, ‘র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল হোক বা নয়-দশ নম্বর দল হোক, নির্দিষ্ট দিনে যদি কোনো দল ভালো পারফর্ম করে, এক-দুইজন খেলোয়াড় ভালো পারফর্ম করে, দল হিসেবে যদি ব্যাটিং-বোলিং-ফিল্ডিং ঠিকমত করতে পারি তাহলে যেকোনো দলকে হারাতে পারব। এটা আমাদের বিশ্বাস। টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন। এটা একটা দিনের খেলা। যে ঐদিন ভালো করবে তাদের পক্ষেই ভালো করা সম্ভব।’

এমনিতেই নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে জয়ের রেকর্ড নেই বাংলাদেশ দলের। তার উপর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ। এমন পরিস্থিতিতে টি-টোয়েন্টি ফরম্যাটে কতটুকু ভালো করতে পারবে দল?

রিয়াদ জানালেন, ‘ওয়ানডে সিরিজের ফলাফল যেন আমাদের এই খেলায় নেতিবাচক প্রভাব না ফেলে, সেজন্য মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে। জয়ের বিকল্প নেই, অন্য কোনো পথ নেই। নিউজিল্যান্ডকে যদি নিউজিল্যান্ডকে হারাতে চান তাহলে যে চ্যালেঞ্জ নিতে হয় তার জন্য আমরা মুখিয়ে আছি।’

টিআইএস