পাপনের মতো লোক থাকলে সমস্যা থাকার কথা না : সুজন
সম্প্রতি দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা গণমাধ্যমের সঙ্গে কথা বলে বিস্ফোরক মন্তব্য করেছেন। এরপর টালমাটাল গোটা বাংলাদেশ ক্রিকেট। এনিয়ে বোর্ডের কোনও পরিচালক মুখ খুলেননি এতদিন। তবে বিষয়টি একেবারে এড়িয়ে যাননি পরিচালক খালেদ মাহমুদ সুজন।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলেন, যে বোর্ডে নাজমুল হাসান পাপনের মতো লোক আছে, সে বোর্ডে সমস্যা থাকার কথা না। একই সঙ্গে সাকিব-মাশরাফির মন্তব্য খুব বেশি গুরুত্ব দিতে রাজি নন সুজন।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‘ওরা ওদের ব্যক্তিগত অভিমত জানিয়েছে। আমি মনে করি যতটা গুরুত্ব দিচ্ছি, ততটা গুরুত্ব দেওয়ার কিছু না। এটা যত দ্রুত সঠিক দিক নির্দেশনার মাধ্যমে ঠিক করে ফেলা যায়। এটা নিয়ে কথা বাড়ানো ঠিক না, গসিপ করাটাও উচিত না। যার যার মনের কথাটা হয়েছে। সত্যি-মিথ্যা কথা না। সবচেয়ে বড় কথা যে বোর্ডে পাপন ভাইয়ের মত লোক আছে, সে বোর্ডে আসলে সমস্যা থাকার কথা না।’
সুজন আরও যোগ করেন, ‘বাংলাদেশ ক্রিকেটের খুঁটিনাটি সবই জানেন। যেকোনো পরিস্থিতি উনি সামাল দিতে পারেন খুব ভালো করে। পাপন ভাই এখন কোন কারণে বের হচ্ছেন না। উনি বের হলে আশা করি খুব দ্রুতই এসব ছোটখাটো বিষয় সমাধান হয়ে যাবে।’
বিজ্ঞাপন
সাকিব সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে দুই বোর্ড পরিচালকের দিকে আঙুল তুলেছেন। তবে প্রশংসা বন্যায় ভাসিয়েছেন সুজনকে। জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেটে সুজনের অবদান ঢের। অথচ সেভাবে মূল্যায়ন করা হয় না তাকে। অনেকটা একই সুরে কথা বলেছেন মাশরাফিও। সুজন অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি নন।
সুজন জানালেন, ‘আমি আসলে এটার ব্যাপারে মন্তব্য করতে চাই না। বিষয়টি বিব্রতকর তো একটু লাগবেই। দুজনেই আমাদের দেশের ক্রিকেটের আইকন। মাশরাফি আইকন, অন্যতম সফল অধিনায়ক, কিংবদন্তি বলব আমি। বাংলাদেশ ক্রিকেটকে খাদের কিনারা থেকে তুলে আনা অধিনায়ক।’
সাকিবকে নিয়ে সুজন বলেন, ‘সাকিব তো বিশ্বসেরা, ওর কথা বলতে গেলে বাংলাদেশের সেরা পারফর্মার। যে ব্যাপারটা ওরা বলেছে কেন বলেছে এটা আসলে...। সবারই ভালোবাসা থাকে ক্ষোভ থাকে, দুঃখ থাকে। খুব দুঃখ থেকে কথাগুলো আসছে কি না আমি জানি না। ক্রিকেট বোর্ডের পরিচালকরা সবাই সম্মানীত, যারা কাজ করে চেষ্টা করে। তারা তাদের সর্বোচ্চটা চেষ্টা করে। কখনো সফল হয়, কখনো ব্যর্থ। আলাদা করে কেউ এখানে সময় কাটাতে আসে না। সবাই চেষ্টা করে।’
টিআইএস/এমএইচ