বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে গতকাল (১০ জুন) ঢাকায় পা রাখে আফগানিস্তান। তার পরদিনই আজ (রোববার) আফগান ক্রিকেটাররা অনুশীলন শুরু করেছে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টা নাগাদ এসে পৌঁছায় হাসমতউল্লাহ শাহিদীর দল।

এরপর আফগান ক্রিকেটাররা ছুটে যান মিরপুরের একাডেমী মাঠে। শুরুতেই তারা ওয়ার্ম-আপ শুরু করেন, একইসঙ্গে স্কিল ট্রেনিংও সময় দেন কিছুক্ষণ। পরবর্তীতে ভাগ হয়ে কেউ ব্যাটিং, আবার কেউ বোলিং অনুশীলনে যোগ দেন। এদিন ব্যাটার রহমত শাহসহ ব্যাটাররা নেটে ব্যাটিং প্রাকটিস করেছেন। দিনের বাকি সময়েও পুরোদমে সিরিজের প্রস্তুতি চলছে আফগানিস্তানের।

চোটের কারণে দলটির তারকা ক্রিকেটার রশিদ খানকে ছাড়াই টেস্ট খেলতে এসেছে আফগানরা। এর আগে শ্রীলঙ্কা সফরেও দলে ছিলেন না তিনি। এছাড়া দলে নেই মুজিবুর রহমানের মতো তারকা স্পিনারও। 

দুই ভাগে ভাগ হয়ে সফরকারী দলটির প্রথম বহর ঢাকায় আসে শনিবার সকাল ১১টায়। হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এরপরই তারা টিম হোটেলে চলে যায়। সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১৪ জুন সকাল ১০টায়।

আফগানিস্তানের টেস্ট স্কোয়াড : হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসুদ। 

এসএইচ/এএইচএস