শ্রীলঙ্কা সফরের দলে কি চমক থাকবে?
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তার আগে দল দেবেন নির্বাচকরা। তবে এখনো চূড়ান্ত স্কোয়াড তৈরি করতে পারেননি তারা। কাকে রাখা হবে, কাকে হবে না- এ নিয়ে আলোচনা চলছে। যদিও দলে চমকের সুযোগ দেখছেন না নির্বাচক আব্দুর রাজ্জাক।
সম্প্রতি বিসিবির নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছেন সাবেক এই স্পিনার। মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে কাজ শুরু করেছেন তিনি। শ্রীলঙ্কা সফরের আগে নতুন দায়িত্ব বুঝে পেয়েছেন রাজ্জাক। এখন কাজ করছেন দল নির্বাচন নিয়ে।
বিজ্ঞাপন
শনিবার ২৭ মার্চ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্জাক বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজে শুধুমাত্র টেস্ট খেলা হবে, তাই খুব স্বাভাবিকভাবেই কিছু খেলোয়াড় বদল হবে। চমকের কথা বলব না, তবে এক্সট্রিম টিম নিয়ে কাজ হচ্ছে। এখনই যে টিম দিয়ে দেওয়া হবে বা টিম প্রস্তুত হয়ে গেছে এমন না।’
রাজ্জাক বলেন, ‘জাতীয় দল গড়তে হলে দেখা যায় কয়েকটা খেলোয়াড় নিয়ে আগে বসতে হয়। তো ওই রকম অবস্থানে আছে এখনো। পুরোপুরি সব মিটিং এখনো হয়নি। প্রেসিডেন্ট সাহেব বসবেন, আমাদের অপারেশন্সের চেয়ারম্যান বসবেন। তারপর আমরা নির্বাচকরা বসবো। এরপর আসলে দল দেওয়া হবে।’
বিজ্ঞাপন
লঙ্কানদের বিপক্ষে এই সিরিজ আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টুর্নামেন্টের ফাইনাল আগেই নিশ্চিত করেছে ভারত ও ইংল্যান্ড। বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের তলানিতে। টুর্নামেন্টের চিন্তা বাদ দিয়ে তাই ম্যাচ জিততে যেমন দল গড়তে হয়, সেদিকেই চোখ নির্বাচকদের।
রাজ্জাক বলেন, ‘আসলে এই সিরিজকে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে না দেখলেই ভালো হবে। কারণ এটার ফাইনালে আমরা খেলতে পারব না। এমন ও হবে না যে আমরা দ্বিতীয় বা তৃতীয় দল হয়ে যাব। আমাদের যেমন সিরিজগুলো হয়, এটাকে তেমন ভাবলেই ভালো হবে। সাধারণত টেস্ট সিরিজগুলো যেভাবে খেলি, এটাকেও সেভাবেই নিচ্ছি। ভালোও করতে হবে, একইসঙ্গে দলের যেন সুবিধা হয়। অনেকগুলো নতুন খেলোয়াড় এনে যে এক্সপেরিমেন্ট করা হবে এমন না।’
টিআইএস/এমএইচ