ওয়ানডে ফরম্যাটে এর আগেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। তবে সময়ের অন্যতম সেরা এই ব্যাটার কখনও লাল বলের টেস্ট ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করেননি। এবার সাদা পোশাকের নেতৃত্বেও অভিষেক হতে যাচ্ছে লিটনের। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে তিনি অধিনায়কের দায়িত্ব সামলাবেন। ব্যাটিং এবং নেতৃত্বের ভূমিকা সঠিকভাবে পালনে এই শিষ্যের জন্য কিছু পরামর্শ দিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

আজ (১৩ জুন) সংবাদ সম্মেলনে এসে হাথুুরু বলছিলেন, ‘অধিনায়কত্ব হচ্ছে তাকে মাঠে গিয়ে সেটাই করতে হবে, যা করা দরকার। এখানে তার ব্যাটিংয়ের সঙ্গে সম্পৃক্ত কিছু নেই। আমি সবসময় আমার অধিনায়কদের বলি, যখন তুমি ব্যাট করছো, তুমি দলের সেরা ব্যাটার। আর যখন তুমি ১০ জন খেলোয়াড়কে নিয়ে চলছো, তুমি অধিনায়ক। তোমাকে দুইটা ব্যাপার আলাদা করতেই হবে।’

এই সময় প্রসঙ্গক্রমে এবাদত এবং শান্তর কথাও টেনেছেন হাথুরু, ‘খুব অল্প বয়সেই আমরা তাকে বাংলাদেশের জন্য দারুণ একজন ক্রিকেটার হিসেবে লক্ষ্য করেছিলাম। এজন্যই আমরা তার ওপর আস্থা রেখেছি। এখন আমরা সেটার উপকার পাচ্ছি। শুধু লিটনই নয়, দলে এরকম আরও কয়েকজন খেলোয়াড় আছে। আমার মনে আছে, ২০১৭ সালে যখন আমরা নিউজিল্যান্ড গেলাম আমি অতিরিক্ত খেলোয়াড় নিয়ে গিয়েছিলাম দুজন। তারা হলো এবাদত ও শান্ত।’

হাথুরু আরও বলেন, ‘দলে এখন তরুণরা নেতৃত্বের জায়গাটা নিচ্ছে। তো আপনি এভাবেই খেলোয়াড়দের তৈরি করবেন। শুধু নিলেন, দুই-তিন ম্যাচ পারফর্ম না করলে বাদ দিয়ে দেবেন; এমনটা ঠিক হবে না। যদি আপনি প্রতিভা খুঁজে পান, তার ওপর ভরসা রাখতে হবে। এরপর আমরা ওই প্রতিভা বিকশিত হতে দেখব।’

এসএইচ/এএইচএস