কয়েক বছর ধরে দেশ ও দেশের বাইরে বল হাতে দারুণ পারফর্ম করে আসছেন টাইগার পেসাররা। যেখানে তাসকিন আহমেদ ও এবাদত হোসেনদের অগ্রগতি স্বাভাবিকভাবেই নজর কেড়েছে। নিজেদের উন্নতির কথা স্বীকার করেছেন পেসার এবাদতও। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে এবাদত ৪ উইকেট শিকার করেছেন।

এরপর দ্বিতীয় দিন শেষে টাইগার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন এবাদত। এই সময় তিনি বলেন, ‘শেষ তিন বছর আমাদের পেস বিভাগ বেশ ভালো উন্নতি করছে। বলিনি যে আমরা এখনই ভালো হয়ে গেছি; কিন্তু শেষ তিন বছর ধরে আমরা চেষ্টা করছি যে আমাদের উন্নতির গ্রাফটা ওপরের দিকে নিয়ে যাওয়ার জন্য।’

বিশ্বসেরা পেসারদের সঙ্গে পাল্লা দেওয়ার কথা উল্লেখ করে এবাদত বলছিলেন, ‘আমার কাছে মনে হয়, আমরা এই জিনিসটা ধারাবাহিকভাবে রাখার চেষ্টা করবো, ইনশাল্লাহ। বিশ্ব ক্রিকেটে এখন যেরকম ফার্স্ট বোলিং ডমিনেটিং মাইন্ড আছে সেটা আমরাও লুফে নেওয়ার চেষ্টা করছি।’

তবে মিরপুর টেস্টে পাঁচ উইকেট না পেলেও আফসোস নেই এবাদতের, ‘পাঁচ উইকেট পাইনি, তবুও আলহামদুলিল্লাহ। তবে আমরা দুই ওভার পেছনে ছিলাম, এভাবে পিছিয়ে থাকলে তো সমস্যা। এজন্য অধিনায়ক চেয়েছিল দুই পাশ থেকে দুজন স্পিনার দিয়ে শুরু করতে। যেহেতু সবার আগে দলের প্রায়োরিটি, তাই ব্যক্তিগত অর্জনের চেয়ে আমার কাছে দলের চাওয়াটা বড় ছিল।’

এসএইচ/এএইচএস