টেস্ট ম্যাচ রেখে অনুশীলন মাঠে নান্নু-হাথুরু
একদিকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্ট। অন্যদিকে ওয়ানডে সিরিজের জন্য চলমান ক্যাম্পে অনুশীলন করছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও এনামুল হক বিজয়রা। কিন্তু স্বাভাবিকভাবে দলের নীতি-নির্ধারকসহ সবার মনোযোগ থাকার কথা টেস্ট ম্যাচটিতে। তবুও সৈকত-বিজয়দের প্রতিও নজর রেখেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
মিরপুরের একাডেমী মাঠে সাদা বলের বিবেচনায় থাকায় ক্রিকেটাররা অনুশীলন করছেন। আজ (১৬ জুন) দুপুর ৩টা নাগাদ সেই অনুশীলন দেখতে একাডেমি মাঠে হাজির হন বিসিবির তিন নির্বাচক। শুরুতে মিনহাজুল আবেদীন নান্নু এরপর একে একে আসেন আব্দুর রাজ্জাক এবং হাবিবুল বাশার সুমন। কিছুক্ষণ বাদে ক্রিকেটারদের অনুশীলন দেখতে হাজির হন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। ওই সময় মাঠে নির্বাচক বাশারের সঙ্গেও হাথুরুকে আলাপ করতে দেখা গেছে।
বিজ্ঞাপন
নেটে ব্যাটিং অনুশীলন করা মোসাদ্দেকের খেলা বেশ কিছুক্ষণ ধরেই পর্যবেক্ষণ করেন নির্বাচক রাজ্জাক। এরপর অনুশীলন পর্যবেক্ষণ শেষে হাথুরুর সঙ্গে মাঠ ত্যাগ করেন দুই নির্বাচক। সবার শেষে মাঠ ছাড়েন বাশারও। অবশ্য নির্বাচক-কোচদের এমন দৌড়ঝাঁপ করার কারণও নিশ্চয়ই অজানা নয়।
আগামী অক্টোবরে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশ দলের ৭ নম্বর পজিশনের জন্য আলোচনায় রয়েছেন কয়েকজন ক্রিকেটার। ইয়াসির আলী রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদের নামও রয়েছে ওই তালিকায়। তবে এদিন অবশ্য অনুশীলনে ছিলেন হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান এবং পুলে না থাকা ক্রিকেটার সৌম্য সরকারও। তবে বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। আর সেজন্যই নিজেদের প্রস্তুত করছেন ক্রিকেটাররা।
বিজ্ঞাপন
এসএইচ/এএইচএস