ইনিংসের ষষ্ঠ ওভারের খেলা চলছিল তখন। বোলিংয়ে ছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তার করা ওভারের তৃতীয় বলে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি। আফগানদের হয়ে সে সময় ব্যাট করছিলেন অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। তাসকিনের করা সেই বলটি এই ব্যাটার ভেবেছিলেন বাউন্সার হবে।

যে কারণে বল আসার আগেই বসে পড়েন তিনি। কিন্তু সেই ডেলিভারি খুব বেশি ওপরে উঠেনি। এই সময়ে সরাসরি গিয়ে আঘাত করে শহীদির হেলমেটে। অবস্থা দেখে বোঝা যাচ্ছিল বেশ ভালো আঘাতই পেয়েছেন আফগান এই ক্রিকেটার। 

এরপর মাঠে তাকে সেবা শুশ্রুষার পরও ঠিক হয়নি তার সমস্যা। যে কারণে রিটায়ার্ড হার্ট হয়ে শহীদি  উঠে গেছেন ব্যক্তিগত ১৩ রান করে। পরবর্তীতে নতুন করে ক্রিজে এসেছেন নাসির জামাল।

এর আগে ৬৬২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় সফরকারীরা। শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান। ফুল লেংথের ডেলিভারি ফ্লিক করার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি জাদরান। বল আঘাত হানে প্যাডে। জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি। 

শরিফুলের পর সাফল্য পেয়েছেন আগের ইনিংসে উইকেটশূন্য থাকা তাসকিন। টাইগার পেসারের অফ স্টাম্পের বাইরে গুড লেংথের ডেলিভারি কভার ড্রাইভের চেষ্টা করেন মালিক। বল তার ব্যাটের বাইরের কানায় লেগে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ৫ রান করে ফেরেন আফগান ওপেনার। প্রথম ২ ওভারেই ২ উইকেট হারায় সফরকারীরা। 

এসএইচ