ছবি: সংগৃহীত

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-আফগানিস্তানের টেস্ট ম্যাচ। অন্যদিকে মাঠের ক্রিকেটে ফেরার জন্য অনুশীলন চালিয়ে যাচ্ছেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে কোমরের চোটে পড়ে খেলতে পারেননি টেস্ট ম্যাচ। যে কারণে মাঠে ফিরতে আজ শনিবারও ব্যাট হাতে অনুশীলনে নেমেছিলেন তামিম ইকবাল।

সকাল ১১টা নাগাদ মিরপুরের ইনডোরে অনুশীলন করতে আসেন তামিম। এ সময় সঙ্গী হিসেবে ওয়ানডে ক্যাপ্টেনের সাথে ছিলেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস। নেটে বোলারদের সামলাতে খুব বেশি বেগ পেতে দেখা যায়নি আজ তামিমকে। তবে খুব বেশি যে স্বাচ্ছন্দ্যে ছিলেন সেটাও বলা কঠিন। পেসারদের দেখে-শুনেই খেলেছেন তামিম। 

এদিকে চলমান ঢাকা টেস্টে চোটের কারণে খেলতে পারেননি তামিম। তবে অভিজ্ঞ এই ওপেনারকে ছাড়াই ইতোমধ্যেই চালকের আসনে আছে বাংলাদেশ। 

এসএইচ/এইচজেএস