সাকিব-কুক আলোচনায় অ্যাশেজ ও বাংলাদেশের জয়
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় বলেন আর সবচেয়ে বড় তারকাই বলেন, সবার আগে নাম আসবে সাকিব আল হাসানের নামটাই। বাংলাদেশের এই তারকা আজ গিয়েছিলেন ঢাকার ব্রিটিশ হাইকমিশনে। সেখানে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের। পরে এক টুইট বার্তায় সে খবর জানিয়েছেন কুক।
এ বছরের ফেব্রুয়ারিতে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে বাংলাদেশে নিযুক্ত হন কুক। আজই প্রথমবারের মতো সাকিবের সঙ্গে দেখা হয় তার। মঙ্গলবার সকালের এ সাক্ষাতে সাকিবের সঙ্গে খেলাধুলা নিয়ে লম্বা সময় আলোচনা করেন কুক।
বিজ্ঞাপন
বাংলাদেশের সবশেষ রেকর্ড গড়া টেস্ট নিয়ে আলোচনার পাশাপাশি দুজনে আলোচনা করেন চলমান অ্যাশেজ নিয়েও।
ব্রিটিশ হাইকমিশনারকে উপহার হিসেবে সাকিব নিজের একটি জার্সি দিয়েছেন। টুইটারে কুক জানিয়েছেন সাকিবের স্বাক্ষর করা সেই জার্সি গায়ে দিতে তার তর সইছে না।
বিজ্ঞাপন
সাকিবের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে কুক লেখেন, 'সাকিব আল হাসানের সঙ্গে আলোচনা সত্যিই আমি বেশ উপভোগ করেছি। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ডগড়া জয়ের পাশাপাশি আমরা আলোচনা করেছি অ্যাশেজ ২০২৩ নিয়েও। নতুন এই জার্সিটি পরতে আর তর সইছে না।'
এসএইচ/এইচজেএস