ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করেছে ভারতের মেয়েরা। নির্ধারিত ওভার শেষে তারা ৭ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করেছে। ফলে শিরোপা জিততে বাংলার মেয়েদের প্রয়োজন ১২৮ রান।

শিরোপা জয়ের লক্ষ্যে শুরুর ব্যাটিং কিছুটা ধীরগতির হলেও, পরে ভারসাম্য আসে ভারতীয় ইনিংসে। তবে শেষদিকে সেই নিয়ন্ত্রণ নেয় জুনিয়র টাইগ্রেসরা। ম্যাচের মাঝপথে মাত্র ১৫ রানের মধ্যে ভারত ৪টি উইকেট হারায়। বাংলাদেশি বোলারদের সেই নৈপুণ্যের ফলও হাতেনাতে পেয়েছে। প্রতিপক্ষ ভারতের পুঁজি নইলে আরও বেশি হতে পারতো।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন দীনেশ বৃন্দা এবং দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে কনিকা আহুজার ব্যাটে। এর আগে দিনের শুরুতে হংকংয়ে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শেষদিকে ধরে খেলে ভারত। বৃন্দা ও কনিকার ত্রিশ পেরোনো ইনিংসেই তারা ১০০ রানের কোটা পার করে।

বাংলাদেশ ভারতীয়দের সর্বশেষ সপ্তম উইকেটের পতন ঘটায় ১০৫ রানে। এরপর তাদের আর কোনো উইকেট তো পড়েইনি, উল্টো শেষ ১৪ বলে ভারত ২২ রান তুলে লড়াইয়ের স্কোর গড়েছে।

ভারতের হয়ে ইউ ছেত্রি ২২ ও শ্বেতা শেহরাওয়াতের ব্যাট থেকে আসে ১১ রান। এছাড়া বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের কোটা পার করতে পারেনি।বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন নাহিদা আক্তার ও সুলতানা খাতুন। এছাড়া সানজিদা আক্তার মেঘলা ও রাবেয়া খানের শিকার একটি করে।

এসএইচ/এএইচএস