ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে কারা উঠেছে সেটি এখন পুরনো বিষয়। যেখানে জায়গা করে নিতে বাছাইপর্বে অংশ নিয়েছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। ভিন্ন ভিন্ন গ্রুপে থাকা দল দুটি এখন পর্যন্ত অনুষ্ঠিত দুই ম্যাচেই জয় পেয়েছে। উইন্ডিজদের বড় জয়ের রাতে ব্যাট হাতে রেকর্ড গড়েছেন অধিনায়ক শাই হোপ। যিনি দারুণ পারফরম্যান্স দিয়ে সামনে থেকেই দলকে নেতৃত্ব দিচ্ছেন। ২০১৯ বিশ্বকাপের পর এখন পর্যন্ত সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড হোপের দখলে।

গতকাল নেপালের বিপক্ষে বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেমেছিল ক্যারিবিয়ানরা। যেখানে নিকোলাস পুরানের সঙ্গে জোড়া সেঞ্চুরি করেছেন শাই হোপ। আগে ব্যাট করে তারা নেপালকে ৩৩৯ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয়। অথচ ইনিংসের শুরুতেই দুই উইকেট হারিয়ে তাদের বিপদে ফেলে দেয় নেপাল। এরপরই ২১৬ রানের অনবদ্য জুটি গড়েন হোপ-পুরান।

হোপ ও পুরান—দুজনই সেঞ্চুরি করেছেন ১০০-পেরোনো স্ট্রাইক রেটে। হোপ ১২৯ বলে ১৩২ রানের ইনিংসে ১০টি চারের সঙ্গে মেরেছেন ৩টি ছক্কা। ৯৪ বলে ১১৫ রানের ইনিংসে হোপের সমান চারের সঙ্গে একটি বেশি ছক্কা মারেন পুরান। হোপ ফিফটি পেয়েছিলেন ৭৩ বলে, পরের ধাপে তিনি ইনিংসের গতি বাড়িয়ে দেন। পুরানও শুরুতে একটু সময় নেন, ফিফটি করতে তার লাগে ৫১ বল। তবে সেঞ্চুরি পান ৮১ বলেই। এ নিয়ে ১৭তম বার একই ইনিংসে দুজন ক্যারিবীয় ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা পেলেন।

আরও পড়ুন >> ‘দলে অধিনায়ক বাবরের প্রভাব প্রশংসাযোগ্য’

হোপের এই ইনিংস বিশ্বকাপ বাছাইপর্বের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। একইসঙ্গে ২০১৯ বিশ্বকাপের পর এটি তার নবম সেঞ্চুরি। যার মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে। তার সেঞ্চুরির সংখ্যা ৮টি। গত বিশ্বকাপের পর ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ ৬টি সেঞ্চুরি করেছেন আরেক পাকিস্তানি ব্যাটার ফখর জামান। এছাড়া একই সময়ে ৫টি করে সেঞ্চুরি রয়েছে আয়ারল্যান্ডের পল স্টার্লিং এবং সাবেক ভারত অধিনায়ক বিরাট কোহলির।

গত বিশ্বকাপের পর ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানও হোপের দখলে। ২৯ বছর বয়সী এই ব্যাটার ৪৭ ইনিংসে ২১৫৩ রান করেছেন। রানসংগ্রাহকের তালিকায় দুই নম্বরে থাকা বাবর ২৮ ইনিংসে করেছেন ১৮৭৬ রান। এরপর যথাক্রমে আছেন পাপুয়া নিউগিনির আসাদ ভালা (৪৭ ইনিংসে ১৬২০ রান), বিরাট কোহলি (৩৭ ইনিংসে ১৬১২ রান) এবং নামিবিয়ার গারহার্ড ইরাসমাস (৩৮  ইনিংসে ১৫৭৭ রান)।

আরও পড়ুন >> ক্যারিবিয়ান সফরের জন্য ভারতের দল, বাদ শামি-পূজারা

ভারত বিশ্বকাপে খেলতে হলে বাছাইয়ে খেলা ১০ দলের মধ্যে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের শীর্ষ দুইয়ে থাকতে হবে। যুক্তরাষ্ট্রকে হারিয়ে উইন্ডিজরা সেই প্রতিযোগিতার শুভ সূচনা করে। দ্বিতীয় ম্যাচে তারা নেপালকে হারিয়েছে ১০১ রানের বড় ব্যবধানে।

এএইচএস