তাসকিন-এবাদতদের ব্যাটিং শেখাবেন পোথাস
ছবি: সংগৃহীত
আধুনিক ক্রিকেটে লেজের সারির ব্যাটাররাও দলের প্রয়োজনে ব্যাট হাতে হাল ধরতে পারেন। ছোট ছোট ক্যামিওতে প্রায়শই ব্যবধান গড়ে দেন। অথচ এই জায়গাটাই এখনও খুব একটা পরিবর্তন আসেনি বাংলাদেশের ক্রিকেটে। তবে আগের তুলনায় কিছুটা হলেও উন্নতি করেছেন তাসকিন আহমেদ-এবাদত হোসেনরা।
শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিক পোথাস বলেন, 'শুধু তাসকিন না, সবাইকেই ভালো ব্যাট করতে হবে। শেষদিকে যারা ব্যাটিংয়ে আসে তাদের জন্য ব্যাটিং করা কঠিন। আমরা তাদের সহায়তার চেষ্টা করছি। তাদের যতটা সম্ভব ভালো করা যায়। তাসকিন অনেক ভালো ব্যাটার। তার রেকর্ডও ভালো। বল মারতে পারে। সে দুর্দান্ত একজন ক্রিকেটার।'
তামিম ইকবালের দল এই মুহূর্তে যেসব অনুশীলন করছে সবকিছু বিশ্বকাপ বা এশিয়া কাপকে ঘিরে। পোথাস মনে করিয়ে দিলেন এর থেকে ভালো প্রস্তুতি আর হতে পারে না। এর আগে টেস্ট ক্রিকেটে বড় ব্যবধানে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। তবে ওয়ানডে ক্রিকেটের জন্য আফগানরা অনেক ভালো দল, এমনটাই মনে করেন পোথাস।
টাইগারদের সহকারী কোচ বলেন, 'আমরা সবকিছু করছি এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য। এরচেয়ে ভালো প্রস্তুতি হতে পারে না। আফগানিস্তান অনেক ভালো ওয়ানডে দল। তারা একটা বিরতি নিয়ে তরতাজা হয়ে ফিরবে। এই সিরিজ বলে দেবে আমরা কোন অবস্থায় আছি। তাই সিরিজটি রোমাঞ্চকর, যা অনেক কঠিন হতে যাচ্ছে। যেকোনো দিনেই আফগানিস্তান কঠোর প্রতিপক্ষ হতে পারে। এটা নিয়ে চাপ নিলে হবে না। চাপ আসে সমর্থন ও মিডিয়া থেকে, আমাদের দিক থেকে না।'
এসএইচ/এইচজেএস