ফাইল ছবি

আসন্ন ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। তার আগে গেল কয়েকমাস ধরেই পূর্ব পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে বিশ্বকাপ দলের ১৫ সদস্যের বাইরে আরও তিন ক্রিকেটার নিয়ে। আজ মঙ্গলবার অবশ্য এ নিয়ে মুখ খুলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।  

এই পরিচালক বলছিলেন, ‘দেখেন, এই পরিকল্পনাটা, বাছাইটা আমরা করিনি। মূল একাদশে কোন ১৫ জন যাবে, বাড়তি হিসেবে কারা যাবে, রিজার্ভ হিসেবে কারা ঢাকায় থাকবে- এটা একটা বড় পরিকল্পনার ব্যাপার। একটু আগে যেটা বললাম, যেহেতু আমাদের এখন বিকল্প অনেক ক্রিকেটার আছে, সবাই ১৯-২০।’ 

‘তাই মূল ১৫ জন গুরুত্বপূর্ণ। সেখানেই মূল মনোযোগ থাকবে। তারপর আমরা দেখব কাকে বাড়তি নেওয়া যায়। দলের জন্য নির্দিষ্ট কোনো নাম গুরুত্বপূর্ণ নয়। বরং কাকে দলের জন্য প্রয়োজন, সেটা গুরুত্বপূর্ণ। যাকে দিয়ে দলের প্রয়োজন পড়বে না, সেটা আমরা মাথায় রাখব। কোচ, টিম ম্যানেজমেন্টেরও এই একই চিন্তা।’-যোগ করেন জালাল।

এদিকে আজ চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইসিসি। বিসিবি সূচি আগেই জানতো দাবি করে জালাল বলেন, ‘আমরাতো আরও ২-৩ সপ্তাহ আগেই জেনে গিয়েছিলাম। আইসিসির থেকে একটা খসড়া সূচি পেয়েছিলাম আমরা। বাইরে বলা নিষেধ ছিল। তাই আমরা বলিনি। তবে কম-বেশি আমরা জানতাম কোথায় কী হবে। শুধু একটা পরিবর্তন আছে। আমরা আগে পেয়েছিলাম যে, নিউজিল্যান্ডের খেলাটা হবে বেঙ্গালুরুতে। সেটা এখন বদলে গেছে চেন্নাইয়ে। চেন্নাইতে হওয়ায় আমাদের জন্য ভালো হয়েছে। আমরা মনে করি আমাদের জন্য মানানসই।’

‘আর আমরা জানি যে, কোথায় কোথায় গিয়ে খেলতে হবে। ছয়টা ভেন্যুতে খেলা হচ্ছে। ভ্রমণ বেশি। প্রথম দিকে ভ্রমণ একটু কম। তবে পরের দিকে ভ্রমণটা বেশি। উত্তর থেকে দক্ষিণে আবার দক্ষিণ থেকে উত্তরে যেতে হবে। আমরা এটা নিয়ে বিচলিত নই। ওভাবেই আমরা মানসিক প্রস্তুতি নিচ্ছি যে, কোথায় কোথায় খেলতে হবে। অনেক ক্রিকেটারই হয়তো ভারতের অনেক ভেন্যুতে খেলেনি। অনেকে আবার অনেক ভেন্যুতে খেলেছে। সেজন্য আমাদের কোনো সমস্যা হবে না।’ 

এসএইচ/এইচজেএস