দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট-ইন্ডিজকে ছাড়াই এবার প্রথম আসর বসবে ওয়ানডে বিশ্বকাপের। এই নাকাল পরিস্থিতির পর দলটির অধিনায়ক শাই হোপ জানালেন এমনটাই হওয়ার কথা ছিল। ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের ওপর রাগে ফুঁসছেন এই ডানহাতি ব্যাটার। একইসঙ্গে ফিল্ডিংয়ে দলের ক্রিকেটারদের নিবেদন নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

গতকাল (১ জুলাই) হারারেতে বিশ্বকাপ বাছাইপর্বে সুপার সিক্সের ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। যার মাধ্যমে ক্যারিবিয়ানদের বিশ্বকাপে না খেলা নিশ্চিত হয়ে গেছে। বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে একটি ওয়ানডে সিরিজ খেলেছিল ক্যারিবিয়ানরা। সেই সিরিজে ছিলেন না দলের প্রথম একাদশের অন্তত ৬ জন। যেখানে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ খেলে জিম্বাবুয়ের কন্ডিশনের প্রস্তুতি সম্পন্ন হয়নি বলে মনে করেন অধিনায়ক হোপ।

আরও পড়ুন >> উইন্ডিজ ক্রিকেটের ‌‘পতনে’ ভূমিকা রেখেছে যেসব বিষয়!

বোর্ড কর্তাদের দিকে আঙুল তুলে উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘একদম শুরু থেকেই প্রস্তুতি ভালো হওয়া দরকার ছিল। আমরা কোনো এক সকালে ঘুম থেকে উঠেই সেরা দল হয়ে যেতে পারি না। অনেক ব্যাপার আছে যেখানে নজর দেওয়া দরকার ছিল। আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি সেটাই আমাদের নিয়ন্ত্রণ করা দরকার। আমরা ক্রিকেট খেলি এবং ওয়েস্ট ইন্ডিজের ভক্তদের জন্য সেরাটা দেওয়া নিশ্চিত করতে হবে।’

বাছাইপর্বের ৫ ম্যাচে ১০টি ক্যাচ হাতছাড়া করেছে ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা। এ প্রসঙ্গে হোপ বলেন, ‘ফিল্ডিং হচ্ছে একটা তাড়নার ব্যাপার। কি ঘটছে সেই অনুযায়ী চেষ্টা দরকার ছিল। আমি মনে করি না প্রতিটা সময়ে আমরা শতভাগ দিতে পেরেছি। ক্যাচ ফসকে যাবে, মিসফিল্ডিং হবে- এটা খেলারই অংশ। কিন্তু আমার মনে হয়েছে আমরা শতভাগ চেষ্টাও করিনি সব সময়।’

অবশ্য বাস্তবতা মেনে শিখতে চান হোপ, ‘প্রতিভা আছে সন্দেহ নেই। কিন্তু ধারাবাহিক পারফরম্যান্স দরকার। তারা ভালো খেলেছে। কৃতিত্ব তাদেরকে দিতে হবে। তাদের কাছ থেকে আমরা শিখতে পারি।’

এসএইচ/এএইচএস