ছবি: সংগৃহীত

গত শনিবার ওয়েস্ট-ইন্ডিজ ক্রিকেটের জন্য ছিল বিষাদময় একটি দিন। দুইবারের বিশ্বকাপজয়ী এই দলটিকে ছাড়াই হবে এবারের বিশ্বকাপ। যে দেশ থেকে প্রতিবার তারকা সব ক্রিকেটারদের দেখা যায় বিশ্বকাপ খেলতে, এবার সে দেশই থাকবে না ক্রিকেটের সবেচেয়ে বড় এই টুর্নামেন্টে।

স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপের মূল পর্ব থেকে ছিটকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। যার ফলে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে পারছে না দলটি। দলের এমন পারফর্ম্যান্সে বাকি ক্রিকেটারদের মতো হতাশ দলটির সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। তবে অভিজ্ঞ এই ক্রিকেটার মনে করেন ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবে দল। 

হোল্ডার বলেন, 'আমার মনে হয় না সব কিছু শেষ হয়ে গেছে। প্রচুর তরুণ ক্রিকেটার রয়েছে আমাদের। ওরা আরও উন্নতি করবে এবং ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেট ঘুরে দাঁড়াবে।আমাদের তরুণ ক্রিকেটারদের পাশে থাকতে হবে। শুধু প্রতিযোগিতার সময় না, অন্য সময়ও ওদের পাশে থাকা দরকার। এটা খুব গুরুত্বপূর্ণ। তা হলে প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনতে পারব আমরা।'

এদিকে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে হতাশ উইন্ডিজ অধিনায়ক শাই হোপও, 'সত্যি বলতে আমরা পারিনি। পুরো প্রতিযোগিতাটাই অত্যন্ত হতাশাজনক। আমাদের বেশ কিছু জায়গায় নজর দিতে হবে। প্রাথমিক কিছু বিষয়ে নজর দিতে হবে। আমরা মোটেও প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারিনি। তবে মানসিকতাই আসল।'

এসএইচ/এইচজেএস