রশিদ ফেরায় আত্মবিশ্বাসী আফগানিস্তান
ফাইল ছবি
বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে রেকর্ড ৫৪৬ রানের ব্যবধানে হেরেছিল আফগানিস্তান দল। যদিও সেই টেস্টের দলে ছিলেন না দলটির তারকা ক্রিকেটার রশিদ খান। তবে আসন্ন ওয়ানডে সিরিজ দিয়ে আবারো ফিরেছেন দলে। রশিদের অন্তভুক্তিতে আত্মবিশ্বাস ফিরে পেলেন দলটির অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি।
আজ সোমবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এসে শহিদী বলছিলেন, 'সে আমাদের জন্য অনেক বড় নাম। একাদশে যখন রশিদের মতো ক্রিকেটার থাকে, অধিনায়ক হিসেবে এটি আমাকে অনেক বেশি আত্মবিশ্বাস দেয়। এটি আমাদের জন্য ইতিবাচক দিক। সে টেস্ট ম্যাচটি খেলেনি। এখন ওয়ানডে সিরিজে আছে। আমি জানি, সে আমাদের জন্য ভালো কিছু করবে।'
বিজ্ঞাপন
টেস্ট ম্যাচে বড় ব্যবধানে হারলেও ওয়ানডেতে ভালো কিছুর প্রত্যাশা দেখছেন শহিদী, 'টেস্ট ম্যাচটি আমাদের অনেক শিক্ষা দিয়েছে। তো আমরা এখন ভালোভাবে প্রস্তুত। আবু ধাবিতে আমরা ১৫ দিনের ক্যাম্প করেছি। টেস্টে যা করতে পারিনি, এবার আমরা সবকিছুর জন্যই প্রস্তুত। ওয়ানডে দলের কয়েকজন ক্রিকেটার টেস্ট ম্যাচে ছিল না। আমরা জানি, কী হতে পারে বা কী হতে যাচ্ছে। সবকিছুর জন্য আমরা প্রস্তুতি নেব। পেস বোলারদের বিপক্ষে আমরা অনেক অনুশীলন করেছি।'
বাংলাদেশের প্রশংসা করে শহিদি বলেন, 'বাংলাদেশ সবসময় নিজেদের মাঠে ভালো খেলে। ওয়ানডেতে গত কয়েক বছর ধরে তারা ভালো খেলছে। তবে আমরাও ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছি। আমরা ওয়ানডেতে গত দুই বছর ভালো খেলেছি। সুপার লিগ থেকে আমরা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করেছি। আমরা ৯টি ম্যাচ খেলিনি। তবু এর মধ্যেই আমরা কোয়ালিফাই করেছি। আমরা এখানে ভালো খেলতে চাই। দুই দলের মধ্যে ভালো একটি লড়াই হবে।'
বিজ্ঞাপন
এসএইচ/এইচজেএস