দীর্ঘ ১৬ বছর পর শেষ হলো বাংলাদেশ ক্রিকেটের তামিম ইকবাল অধ্যায়। ২০০৭ সাল থেকে লাল-সবুজের জার্সিতে তামিম ইকবাল ছিলেন অবিচ্ছেদ্য নাম। অনেক ওপেনার আসা যাওয়ার মাঝে থাকলেও ইনিংসের প্রথম বল খেলার দায়িত্বটা ছিল তামিমের ওপরেই। 

গতকাল (বৃহস্পতিবার) আকস্মিকভাবেই নিজের অবসরের কথা ঘোষণা করেছেন দেশসেরা এই ওপেনার। সেই সঙ্গে শুরু হয়েছে নতুন আলোচনা। তামিমের বদলে কে আসবেন ওপেনার হিসেবে। 

আফগানিস্তানের সঙ্গে চলতি সিরিজের জন্য এরই মধ্যে ডাক পেয়েছেন রনি তালুকদার। দেশের ফার্স্টক্লাস আর লিস্ট এ ক্রিকেটের নিয়মিত মুখ রনি এর আগে খেলেছেন কেবল একটি ওয়ানডে। তবে সর্বশেষ বিপিএলে ফর্মের কারণে তার ওপর আস্থা আছে ক্রিকেট বোর্ডের। লিস্ট এ ক্রিকেটে ২৬ দশমিক ৩২ গড় আর ৭৮ এর বেশি স্ট্রাইকরেটে ব্যাট চালিয়েছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। 

তামিমের বিকল্প হিসেবে চলতি সিরিজেই ডাক এসেছিল মোহাম্মদ নাঈম শেখের। মাত্র ২ ওয়ানডে খেলা নাঈমেরও ঘরোয়া ক্রিকেটে আছে বড় রান করার কীর্তি। ৫০ এর কাছাকাছি গড় আর ৮৭ এর ওপর স্ট্রাইকরেট থাকায় ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের মাঝেও সম্ভাবনা দেখছেন অনেকেই। 

রনি তালুকদার কিংবা নাইম শেখ ছাড়াও বিবেচনায় আছেন সৌম্য সরকার। বর্তমান হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রিয় শিষ্যদের একজন সৌম্য। কদিন ধরেই জাতীয় দলের রাডারে আছেন তিনি। খেলতে গিয়েছেন ইমার্জিং কাপেও। 

৩০ বছর বয়সী সৌম্য জাতীয় দলে এর আগে ৬১ ম্যাচে করেছেন ১ হাজার ৭৬৮ রান। দুই শতকের পাশাপাশি আছে ১১ টি অর্ধশতকের ইনিংস। বিশ্বকাপের মূলমঞ্চে পরীক্ষিত এই ক্রিকেটারকেও দেখা যেতে পারে তামিম ইকবালের বিকল্প হিসেবে।

জেএ