বাড়তি চাপ কি না, লিটন বললেন ‘না’ ভাইয়া চিল
লিটন দাস। ছবি-সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট তামিম ইকবাল এখন অতীত অধ্যায়। অধিনায়কের আকস্মিক অবসরে নতুন করে ওয়ানডে দলের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। যদিও এমন পরিস্থিতিকে ভারপ্রাপ্ত হিসেবেই দেখছেন অনেকে। এর আগে, সাকিবের অনুপস্থিতিতেও অধিনায়কের দায়িত্ব ছিলো লিটনের উপর। তবে এবার লিটন এমন সময়ে অধিনায়কত্ব পেলেন, যেখানে কিছুটা চাপ রয়েই যাচ্ছে। তামিম ইস্যু বাদ দিলেও বাংলাদেশ দল প্রথম ওয়ানডে হেরে রয়েছে ব্যাকফুটে।
শুক্রবার চট্টগ্রামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও এলো সেই প্রসঙ্গ। লিটনের কাছে জানতে চাওয়া হইয়েছিলো, দল, অধিনায়কত্ব কিংবা নিজের ব্যাটিং সবকিছু মিলিয়ে একটু চাপ হয়ে গেল কিনা। জবাবে লিটন সংক্ষেপে জানালেন, ‘না ভাইয়া, চিল (হাসি)।’
বিজ্ঞাপন
তবে, তামিম যেহেতু ক্রিকেটকে গুড বাই ফেলেছেন, সে কারণে আর পেছন ফিরে তাকাতে চাচ্ছেন না লিটন। সাংবাদিকদের জানালেন, (তামিম মিস করার কথা) বলাটা খুব কঠিন। আমি আজকে আছি, কালকে ইনজুরি হয়ে গেলে কিন্তু বাংলাদেশ আমাকে মিস করবে না, এটাই স্বাভাবিক। সামনের দিকে যাওয়ার পথে নতুন ক্রিকেটাররা আসতে থাকবে। তারা আসবে, আমরা চলে যাব। এটা হতেই থাকবে। অবশ্যই উনি যদি থাকতেন ভালো হতো, নাও হতে পারত। এখন যেহেতু নেই, আমার মনে হয়।’ এটা নিয়ে আর কথা বলার দরকার নেই।’
তামিমের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় লিটন জানান, ‘আমি বিষয়টা জানতে পেরেছি, বেলা ১টার দিকে। স্বাভাবিক বিষয়, আমি অনেক দিন ধরে খেলেছি তাঁর সঙ্গে। এ রকম একটা সিদ্ধান্ত আসবে, এটা আমরা কেউই উপলব্ধি করতে পারিনি। তবে এটা সম্পূর্ণ বড় ভাইয়ের (তামিম) সিদ্ধান্ত। উনি এত দিন ধরে বাংলাদেশের হয়ে খেলেছেন, অনেক কিছু দিয়েছেন।’
বিজ্ঞাপন
তামিমের অবসরের সিদ্ধান্তকে সম্মান করাও উচিত বলে মনে করেন ভারপ্রাপ্ত এই অধিনায়ক, ‘আমরা সবাই যেন উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন, সেটাকে সম্মান করি। আমাদের সবারই তা করা উচিত। সবারই একটা ব্যক্তিগত পরিকল্পনা থাকে।’
তবে সংবাদ সম্মেলনে একাধিকবার তামিমের প্রসঙ্গ আসায় কিছুটা বিরক্তিও দেখা গিয়েছে নতুন অধিনায়কের মাঝে। এক পর্যায়ে সংবাদ সম্মেলন ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বলেন লিটন, 'সংবাদ সম্মেলনটা কি আগামীকালের কিছু নিয়ে হচ্ছে? তা না হলে লিটন দাসের এখানে থাকার দরকার নেই। বোর্ড সভাপতি বা কোচকে এখানে ডাক দেন। তারা বলতে পারবেন। আমি আগামীকালের ম্যাচ নিয়ে কথা বলতে এসেছি এখানে।'
এসএইচ/জেএ