পাকিস্তান ক্রিকেট দল টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে বর্তমানে করাচির ট্রেনিং ক্যাম্পে অবস্থান করছে। সেখান থেকে তারা শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবেন। ঠিক সে সময়ই মাঠের বাইরে আরেকটি ইনিংস শুরু করেছেন পাক পেসার হারিস রউফ। তবে অনুষ্ঠানটি ইসলামাবাদে হওয়ায় জাতীয় দলের সতীর্থরা বিয়েতে উপস্থিত হতে পারেননি। তবুও সেখান থেকে রউফের বিয়েতে হাজির হতে চেয়েছিলেন বাবর আজমরা। তবে সেখানে বাধ সাধে ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির এক মুখপাত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম বলছে, ইসলামাবাদে অনুষ্ঠিত রউফের বিয়েতে যেতে চেয়েছিলেন ক্রিকেটাররা। মূলত প্রতিকূল আবহাওয়া এবং পরদিন করাচি ও দুবাই হয়ে শ্রীলঙ্কায় ফেরাটা তাদের জন্য কষ্টকর হবে মনে করেই বাধা দিয়েছে পিসিবি।

এর আগে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার আজ (৭ জুলাই) ইসলামাবাদে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এরপর করাচি হয়ে শনিবার তারা শ্রীলঙ্কায় ফেরার কথা। তবে পিসিবির অনুমতি না থাকায় শেষ পর্যন্ত তাদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে।

সরাসরি রউফের বিয়েতে থাকতে না পারলেও, নিজেদের শুভেচ্ছা পাঠাতে দেরি করেননি বাবর-শাহিন আফ্রিদিরা। শাহিনের ধরা ক্যামেরায় পেছনে দাঁড়ানো সতীর্থরা সবাই সমস্বরে বলে ওঠেন, ‘হ্যারি (হ্যারিস রউফ), আমাদের পক্ষ থেকে তোমাকে শাদী মোবারক।’ পরবর্তীতে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করেছেন শাহিন আফ্রিদি।

করাচিতে চলমান বাবরদের ট্রেনিং ক্যাম্প আজ শেষ হয়েছে। এরপর তারা আগামীকাল দুবাই হয়ে শ্রীলঙ্কার কলম্বোতে যাত্রা করবেন। আগামী ১৬ জুলাই থেকে লঙ্কানদের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে নামবে পাকিস্তান।

এএইচএস