ম্যাচের আগে আফগান শিবিরে দুঃসংবাদ
দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগেই যেন দুঃসংবাদ পেলো আফগানিস্তান। বাংলাদেশের সাথে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন দলের নির্ভরযোগ্য বোলার নাভিন উল হক। তার বদলে দলে যোগ দিচ্ছেন নিজাত মাসুদ।
বাংলাদেশের সাথে সিরিজে নাভিনকে রাখা হয়েছিলো রিজার্ভ দলের অংশ হিসেবে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেই তাকে রাখার পরিকল্পনা করা হচ্ছিলো। তবে এবার নিশ্চিত হলো পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
د افغانستان کرکټ ملي لوبډلې چټک توپ اچوونکي نوین الحق د زنګون په برخه کې درد پیدا کړی. نوموړی به د ډاکټر له سپارښتنې سره...
Posted by Afghanistan Cricket Board on Friday, July 7, 2023
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের দেয়া ফেসবুক পোস্টে বলা হয়, আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার নাভিন উল হক হাঁটুতে চোট পেয়েছেন। যার কারণে আফগানিস্তান ও বাংলাদেশের আসন্ন টি-২০ ম্যাচ থেকে বাদ পড়ছেন তিনি। নির্বাচক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী টি-২০ ম্যাচের জন্য আফগান দলে যোগ দেবেন আরেকজন ডানহাতি ফাস্ট বোলার নিজাত মাসুদ।
বিজ্ঞাপন
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন তিনি। সেখানেই একজন হাঁটু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন।
২৩ বছর বয়েসী নাভিন উল হক টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তানের অন্যতম সেরা বোলার হিসেবে গণ্য করা হয়। এখন পর্যন্ত আফগানিস্তানের জার্সিতে ২৭ বার টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন তিনি। বল হাতে নিয়েছেন ৩৪ উইকেট। তার বিপরীতে সুযোগ পাওয়া নিজাত মাসুদ ৩ টি-টোয়েন্টি ম্যাচে পেয়েছেন ৪ উইকেট।
জেএ