সিরিজ হারাকে একদিক থেকে ভালো বলছেন মিরাজ
বাংলাদেশ ক্রিকেটের সব থেকে পজিটিভ ক্রিকেটার হিসেবে যার নাম শোনা যায় তিনি হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। যে কোনো খারাপ কিছু থেকেও ভালো কিছু খুঁজে বের করার চেষ্টা করেন এই অলরাউন্ডার। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর জানালেন- এই হার একটি দিক থেকে ভালোই হয়েছে।
সিরিজ হারের পর চট্টগ্রামের সংবাদ সম্মেলন কক্ষে হাজির হন মিরাজ। সেখানে এই হারের মধ্যেও ভালো দিকটি খুঁজে নিয়ে বলছিলেন, ‘একটি জিনিস ভালো হয়েছে যে আমাদের কিন্তু সুযোগ আছে। এই সিরিজ হারায় একটি দিক থেকেও ভালোই হয়েছে। আমরা হয়তো হেরেছি। তবে আমাদের কোথায় ঘাটতি আছে, কোথায় উন্নতি করতে হবে, সেসব নিয়ে এখন কাজ করতে পারবো।’
বিজ্ঞাপন
ভারত বিশ্বকাপের এখনো তিন মাস সময় বাকি রয়েছে। যে কারণে এই মুহূর্তে চোখে পড়া যে সব ঘাটতি রয়েছে সেগুলো নিয়ে কাজ করার জন্য যথেষ্ট সময়ও আছে বলে মনে করেন মিরাজ। একইসঙ্গে আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে কীভাবে খেলবে টাইগাররা, কোন বোলারকে টার্গেট করা হবে সেই পরিকল্পনাও এই সময়ে করতে পারবেন বলে মত দেন এই অলরাউন্ডার।
বিজ্ঞাপন
মিরাজ বলছিলেন, ‘যেহেতু বিশ্বকাপ ও এশিয়া কাপে ওদের (আফগানিস্তান) সঙ্গেই খেলা আছে, সেখানে ওদের বিপক্ষে ব্যাটাররা কীভাবে খেলবো, কী পরিকল্পনা সাজাবো, কোন বোলারকে টার্গেট করবো বা কীভাবে আমরা বোলিং করে ওদের ব্যাটারদের থামাতে পারি, এই পরিকল্পনাগুলো করতে পারবো।’
এসএইচ/এমজে