‘গুরবাজের জন্য প্রতিটি ম্যাচই টি-টোয়েন্টি’
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দলটির ওপেনিং জুটির কাছেই হেরেছে বাংলাদেশ। এদিন রহমানউল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান মিলে স্কোরবোর্ডে যোগ করেছিলেন ২৫৬ রান। তার মধ্যে গুরবাজ একাই ১২৫ বলে ১৪৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন।
আরও পড়ুন >> মাঠে দাপট রশিদদের, গ্যালারিতে আফগান সুন্দরীরা
বিজ্ঞাপন
ম্যাচে মাঠের সব জায়গায়ই রান করেছেন এই ওপেনার। যে কারণে গুরবাজের এমন খেলায় মুগ্ধ দলটির প্রধান কোচ জনাথন ট্রট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলছিলেন, ‘সে মাঠের সবদিক থেকে রান বের করতে পারে। মাঝে মাঝে সে তাড়াহুড়ো করে ভাবে যে প্রতিটা খেলাই টি-টোয়েন্টি। গুরবাজ যত বেশি সময় ব্যাট করে, আমাদের জেতার সম্ভাবনাও তত বেড়ে যায়।’
টস জিতলে আফগানিস্তান ব্যাটিংই নিত বলে দাবি ট্রটের, ‘যেভাবে চলছে তাতে আমি অবশ্যই খুব খুশি। বিশেষ করে যেসব শট তারা খেলেছে। উইকেটটা এরকম ছিল যেখানে ভাল বল করলে আপনি চাপ তৈরি করতে পারবেন। কিছুটা বাউন্সের ভিন্নতা ছিল। আমরা টস জিতলে ব্যাটই করতাম, কারণ আবহাওয়া ভালো ছিল। আগের ম্যাচের মত এত ঘাস ছিল না।’
বিজ্ঞাপন
সাবেক এই ইংল্যান্ড ক্রিকেটার আরও বলেন, ‘আমার মনে হয় গুরবাজ যেভাবে আগ্রাসী মনোভাবে খেলেছে, অন্যপ্রান্ত নিয়ে তাকে ভাবতে হয়নি। একপাশে দীর্ঘ সময় ধরে রেখেছিল ইব্রাহিম।’
এসএইচ/এএইচএস