স্বর্ণার ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
টপ অর্ডার ব্যাটাররা শক্ত ভীত গড়ে দিয়েছিলেন। কিন্তু সেটা কাজে লাগিয়ে কেউই বড় ইনিংস খেলতে পারলেন না। ফলে দলীয় সংগ্রহটাও কোনোরকমে একশো ছাড়িয়েছে। ভারত নারী দলের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে বাংলাদেশের মেয়েদের দেয়া ১১৫ রানের লক্ষ্যকে সহজই বলা যায়।
মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। যেখানে সর্বোচ্চ ২৮ রান এসেছে স্বর্ণা আক্তারের ব্যাট থেকে।
বিজ্ঞাপন
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার সাথী রানি ও শামীমা সুলতানা। ১৩ বলে ১৭ রান করে শামীমা বিদায় নিলে ভাঙ্গে ২৮ রানের উদ্বোধনী জুটি। এরপর সুবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে ভালোই এগোচ্ছিলেন সাথী। কিন্তু উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার। সাজঘরে ফেরার আগে ২৬ বলে করেছেন ২২ রান।
তিনে নেমে সুবহানাও দুর্দান্ত ব্যাটিং করেছেন। তবে তিনিও ওপেনারদের পথেই হেঁটেছেন। শেফালী ভার্মার বলে স্ট্যাম্পিং হওয়ার আগে ২৩ রান এসেছে তার ব্যাট থেকে। টোপ অর্ডারের এই তিন ব্যাটারের সবাই ভালো শুরুর আভাস দিয়েও ফিরেছেন, তবে বাকিরা সেই আভাসটুকুও দিতে পারেননি।
বিজ্ঞাপন
ব্যর্থ ছিলেন ইনফর্ম নিগার সুলতানা জ্যোতিও। অধিনায়কের ইনিংসের দৈর্ঘ ছিল বলের হিসেবে ৭ আর রানের হিসেবে ২। এই পরিসংখ্যানের চাইতেও দৃষ্টিকটু ছিল তার আউট হওয়ার ধরন। তবে শেষদিকে স্বর্ণার অপরাজিত ২৮ রানের সুবাদে লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ।
এইচজেএস