৬৪ রানে ৪ উইকেট হারানোর পর সিলেট স্টেডিয়াম থেকে পুরো বাংলাদেশেই শঙ্কা তৈরী হয়েছিল টাইগারদের ম্যাচ জয় নিয়ে। তবে সেই শঙ্কা দূর করে দেন শামীম হোসেন এবং তাওহীদ হৃদয়। যুব বিশ্বকাপজয়ী এই দুই ক্রিকেটারের ৪৩ বলে ৭৩ রানের জুটিতে ভর করে ২ উইকেটের জয় পায় বাংলাদেশ দল। শামীম ৩৩ রানে ফিরলেও, ৪৭ রানে অপরাজিত থেকে মাঠে হৃদয়।

ম্যাচের টার্নিং সময়ে ৪ উইকেট হারানোর পর শামীমের সঙ্গে ব্যাটিংয়ের শুরুতে কি কথা হয়েছিল হৃদয়ের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অবশ্য সেই প্রশ্নের উত্তরে এই ব্যাটার বলছিলেন, 'শামীমকে একটি কথাই বলেছিলাম, এরকম ম্যাচ আমরা অনেক জিতিয়েছি। হতে পারে সেটা ঘরোয়াতে। যেহেতু আমরা মিডল অর্ডারে ব্যাট করি, এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছি অনেক। ওকে এটাই বলেছিলাম যে একটি-দুটি ওভারে মোমেন্টাম আনতে পারলেই খেলাটা ঘুরে যাবে। আমরা সেটিই করতে পেরেছি। মাঝে দুটি ওভারেই মোমেন্টাম বদলে গেছে।'

'আমরা ইতিবাচক থাকার চেষ্টা করেছি এবং সবসময় একটা ব্যাপার মাথায় ছিল যে, পরিস্থিতি যেমনই আসুক, পরিস্থিতির দাবি অনুযায়ী আমরা কাজ করব।'-যোগ করেন হৃদয়।

হৃদয়ের কাছে এমন ম্যাচে জয় পাওয়াটাই বড় বিষয় কেননা খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ে। কোন দল কার বিপক্ষে খেলা সেটা বড় বিষয় না, 'এই ধরনের ম্যাচ যার সঙ্গেই জিতি না কেন, আত্মবিশ্বাস প্রতিটি খেলোয়াড়কেই দেবে। কারণ, এরকম ম্যাচ কমই হয়। আমি যেহেতু ছিলাম, এরকম জায়গা থেকে ম্যাচ শেষ করে আসতে পেরেও অনেক ভালো লাগছে। কারণ এরকম পরিস্থিতি সবসময় আসে না। যখন এরকম সুযোগ আসে, তখন এটা শেষ করতে পারার লক্ষ্য প্রতিটি ব্যাটসম্যানের থাকে। সেটা করতে পেরে ভালো লাগছে।'

এসএইচ/এমএ