ছবি ইউএস বাংলা এয়ারলাইন্সের ফেসবুক পেজ থেকে নেওয়া।

বাংলাদেশের বিপক্ষে শেষটা ভালো হয়নি আফগানিস্তানের। স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুটিতেই হেরে গেছে সফরকারীরা। রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় তথা সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে মধ্যরাতেই ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে একাই সিলেট থেকে ঢাকায় ফিরেছেন আফগান টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান।

যুক্তরাষ্ট্রে চলছে মেজর লিগ ক্রিকেট। যেখানে খেলার কথা রয়েছে আফগান তারকা রশিদ খানের। আর তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে আর অপেক্ষা করলেন না। দলকে রেখেই ছুটলেন যুক্তরাষ্ট্রের পথে। 

ইউএস বাংলার একটি স্পেশাল ফ্লাইটে রোববার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন রশিদ। আফগান তারকার চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফেরার খবরটি ইউএস বাংলা এয়ারলাইন্সের ফেসবুক পেজে এক পোস্টে নিশ্চিত করা হয়েছে। 

পরে ঢাকায় পৌঁছে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের ডালাসের উদ্দেশে পাড়ি জমিয়েছেন তারকা এই লেগ স্পিনার। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রোটোকল অফিসার ওয়াসিম খান। উল্লেখ্য, মেজর লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন রশিদ খান।

এফআই