শাহরুখের দলের হারের হ্যাটট্রিক
সর্বশেষ আইপিএল আসরটা ভালো যায়নি কলকাতা নাইট রাইডার্সের। বলিউড সুপারস্টার শাহরুখ খানের দলটি ৭ নম্বরে থেকে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল। আমেরিকার মেজর লিগ ক্রিকেটেও (এমএলসি) হেরেই চলেছে তার দল। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স টানা তিন হারের হ্যাটট্রিক করেছে।
সান ফ্রান্সিসকো ইউনিকর্নের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল সুনীল নারিন ও আন্দ্রে রাসেলদের নাইট রাইডার্স। এদিন প্রথমে ব্যাট করে সান ফ্রান্সিসকো নির্ধারিত ওভারে ২১২ রান সংগ্রহ করে। জবাবে বেশ লড়াই করেছিল রাইডার্স ব্যাটাররা। তবে জেসন রয়দের দৌড় থামে ১৯১ রানেই। ফলে ১৭ রানে শাহরুখের দলের তৃতীয় হারটি এসেছে।
বিজ্ঞাপন
— Major League Cricket (@MLCricket) July 19, 2023
এদিন সান ফ্রান্সিসকোর হয়ে শুরুটা ভালোই করেছিলেন ম্যাথু ওয়েড ও ফিন অ্যালেন। ওপেনিং জুটিতে তারা ৮৮ রান করেন। প্রতি ওভারে ১০-এর বেশি রান আসছিল। অ্যালেন আউট হওয়ার পর ওয়েডের সঙ্গে জুটি বাঁধেন মার্কাস স্টয়নিস। দুই অজি ক্রিকেটার দলের রানকে ১৫০-র কাছাকাছি নিয়ে যান। রানের গতি দেখে একপর্যায়ে মনে হচ্ছিল ২৫০-র বেশি রান করবে সান ফ্রান্সিসকো। কিন্তু অল্প সময়ের ব্যবধানেই ওয়েড ও স্টয়নিস আউট হয়ে যান। ওয়েড ৪১ বলে ৭৮ ও স্টয়নিস ১৮ বলে করেন ৩৭ রান।
শেষদিকে দীর্ঘদিন নিউজিল্যান্ড দলের বাইরে থাকা অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন ২০ বলে ৩৯ রান করেন। ম্যাচে ছয় নম্বরে ব্যাট করতে নেমে রান পাননি ফিঞ্চ। শেষ পর্যন্ত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ২১২ রান করে সান ফ্রান্সিসকো।
বিজ্ঞাপন
জবাবে নাইট রাইডার্সের শুরুটাও খারাপ হয়নি। দ্রুত রান করছিলেন জেসন রয় ও উন্মুক্ত চাঁদ। ২১ বলে ৪১ রান করে আউট হন রয়। উন্মুক্ত করেন ২০ রান। এরপর তিন নম্বরে নেমে নীতিশ কুমারও রানের গতি বজায় রেখেছিলেন। কিন্তু ৩১ রানের মাথায় তিনি আউট হওয়ার পরেই খেই হারায় নাইটরা। মাঝে কয়েকটি ওভার রানের গতি কম ছিল। ফলে চাপে পড়ে যায় পরবর্তী ব্যাটাররা।
শেষ দিকে ব্যাটে ঝড় তোলেন দুই ক্যারিবীয় রাসেল ও নারিন। দুই জনই রান পেলেও তা নাইটদের ম্যাচ জিততে যথেষ্ট ছিল না। ২৬ বলে ৪২ রান করেন রাসেল। নারিন করেন ১৭ বলে ২৮ রান। শেষপর্যন্ত তাদের ইনিংস শেষ হয় সান ফ্রান্সিসকোর চেয়ে ২১ রান দূরত্বে থেকে। এই হারের ফলে পয়েন্ট তালিকায় সবার নিচে চলে গেছে শাহরুখের দল।
এএইচএস