অধিনায়ক মাহমুদউল্লাহকে পাওয়া নিয়ে শঙ্কা!
মাহমুদউল্লাহ রিয়াদ/ফাইল ছবি
টি-টোয়েন্টি সিরিজের শুরু থেকেই সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে পায়নি বাংলাদেশ। কারণটা ছিল চোট। এবার একই কারণে শেষ ওয়ানডেতে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে পাওয়া নিয়েও সৃষ্টি হয়েছে শঙ্কা। তাকে শেষমেশ না পেলে কাকে দেখা যাবে অধিনায়ক হিসেবে, এ নিয়ে সৃষ্টি হয়েছে জল্পনা-কল্পনা।
কাঁধের চোট মুশফিককে ছিটকে দিয়েছে সিরিজের শুরু থেকেই। প্রথম দুই টি-টোয়েন্টিতে খেলতে পারেননি তিনি। সম্ভাবনা কম ছিল শেষ টি-টোয়েন্টিতেও। গুঞ্জন সত্যি হলে তার ওপর এবার যোগ হচ্ছে মাহমুদউল্লাহর অনুপস্থিতি।
বিজ্ঞাপন
এ ব্যাপারে নিউজিল্যান্ডে দলের সঙ্গে থাকা এক কর্মকর্তাকে জিজ্ঞেস করা হলে অবশ্য তিনি জানান এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। সে কর্মকর্তার ভাষ্য, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না, এ ব্যাপারে আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না।’
যদি শেষমেশ তাই হয়, তাহলে প্রায় ১৫ বছর পর প্রথমবারের মতো বাংলাদেশ খেলবে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিক ও মাহমুদউল্লাহকে ছাড়া। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে দেখা যাবে নতুন অধিনায়কও।
বিজ্ঞাপন
এনইউ/টিআইএস