শেষ টি-টোয়েন্টির আগে সুখবর পেলেন নাইম
মোহাম্মদ নাইম/ফাইল ছবি
নিউজিল্যান্ড সফরটা ভাল যাচ্ছে না বাংলাদেশের। ব্যক্তিগত কিছু নৈপুণ্য দেখা গেলেও দল হিসেবে ব্যর্থ বাংলাদেশ, ফলে ওয়ানডে সিরিযে ৩-০ ব্যবধানে হেরেছে দল। টি-টোয়েন্টিতেও চোখরাঙানি আছে ধবলধোলাইয়ের। তবে আজ বৃহস্পতিবার শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে ওপেনার মোহাম্মদ নাইম সুখবরই পেলেন। আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছেন তিনি।
নিয়ম বদলে এখন সাপ্তাহিক ভিত্তিতে র্যাঙ্কিং হালনাগাদ করছে আইসিসি। শেষ এক সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত ছিল ছয়টি দেশ। বাংলাদেশ এ সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে একটি ওয়ানডে ও সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি, ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ দুই ওয়ানডে হয়েছে গত সাত দিনে আর শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট শেষ হয়েছে গেল সপ্তাহে। তার ওপর ভিত্তি করেই সম্প্রতি র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি।
বিজ্ঞাপন
মোহাম্মদ নাইম প্রথম টি-টোয়েন্টিতে ২৭ এর পর দ্বিতীয় ম্যাচে করেছেন ৩৮। তাতে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ ওপরে চলে এসেছেন, লিটনকে টপকে তার অবস্থান ২৮। সর্বশেষ টি-টোয়েন্টিতে অর্ধশতকের সুবাদে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সৌম্য সরকারেরও। নেপিয়ারে ২৭ বলে ৫১ রান করার পর তিনি পাঁঁচ ধাপ এগিয়ে ৪১তম অবস্থান দখল করেছেন।
বিজ্ঞাপন
এনইউ