বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো, তার ঠিক উল্টোটাই নিউজিল্যান্ডের চাওয়া। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ। অকল্যান্ডে চলমান এই ম্যাচের সর্বশেষ খবর জানাচ্ছে ঢাকা পোস্ট

অলআউট হয়ে হারল বাংলাদেশ

যাচ্ছে তাই ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ের পর বাংলাদেশ হলো অলআউট। ম্যাচ হারল ৬৫ রানের বড় ব্যবধানে। ১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে লিটন দাসরা গুটিয়ে গেছেন মাত্র ৭৬ রানে।

স্কোর-
নিউজিল্যান্ড: ১০ ওভারে ১৪১/৪ (গাপটিল ৪৪, অ্যালেন ৭১, ফিলিপস ১৪, মিচেল ১১*, চাপম্যান ০*; তাসকিন ১/২৪, শরিফুল ১/২১, মেহেদি ১/৩৪)।
বাংলাদেশ: ৯.৩ ওভারে ৭৬/১০ (নাঈম ১৯, সৌম্য ১০, লিটন ০, শান্ত ৮, আফিফ ৮, মোসাদ্দেক ১৩, মেহেদি ০, শরিফুল ৬, তাসকিন ৫, রুবেল ৩*, নাসুম ৩; সাউদি ৩/১৫, মিল্ন ১/২৪, ফার্গুসন ১/১৩, অ্যাস্টল ৪/১৩, ফিলিপস ১/১১)।
ফল: ৬৫ রানে জয়ী নিউজিল্যান্ড
সিরিজ: তিন ম্যাচ টি-টোয়েন্টিতে ৩-০ তে সিরিজ জয়ী নিউজিল্যান্ড

ধুঁকছে বাংলাদেশ

শুরুটা ভালোই করেছিলেন সৌম্য সরকার, মাঝে দারুণ সব শট খেলছিলেন নাঈম শেখ। কিন্তু চার উইকেট হারিয়ে ইনিংসের পাঁচ ওভার শেষে ধুঁকছে বাংলাদেশ, তুলেছে ৫২ রান। ২৯ বলে বাংলাদেশের দরকার ৯০ রান।

তিন বলের ঝড়ের পর ফিরলেন সৌম্য, ডাক লিটনের

লক্ষ্যটা ছিল অনেক বড়। সেই অনুযায়ী নিজের প্রথম তিন বলে ঝড়ও তুলেছিলেন সৌম্য সরকার। দুই চারে করেছিলেন ১০ রান। কিন্তু এরপরই টিম সাউদির দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরত গেছেন ওপেনিংয়ে খেলতে নামা সৌম্য। তারপর খেলতে নেমে অধিনায়কত্বের অভিষেক ম্যাচেই ডাক মেরে সাজঘরে ফেরত গেছেন লিটন দাস।

ঝড় শেষে বাংলাদেশের লক্ষ্য ১৪২

ইনিংসের সেরা বোলিংয়ের দেখা যেন শেষ দুই ওভারেই পেল বাংলাদেশ। আর নাহয় ৮ ওভার শেষে নিউজিল্যান্ডের ১২২ রান চোখরাঙানি দিচ্ছিল ১৫০ ছাড়ানো লক্ষ্যের। তাসকিন ও শরিফুলের বোলিংয়ে সেটা অবশ্য হয়নি। বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ১৪২ রান।

নিউজিল্যান্ড ১০ ওভারে ১৪১-৩

শরীফুলের শিকার হয়ে ফিরলেন ফিলিপস

অনেকটা পূর্বপরিকল্পিতভাবে উইকেট ছেড়ে একটু বেরিয়ে এসেছিলেন গ্লেন ফিলিপস। আগে থেকেই যেন পড়তে পারলেন শরীফুল ইসলাম। ফুলার লেন্থে বলটা করলেন ওয়াইড লাইন ছুঁয়ে। ঠিকঠাক যোগাযোগ হলো না, মিড অনে ক্যাচ দিয়ে ফিরলেন ফিলিপস।

নিউজিল্যান্ড ১২৩/২

৬.৫ ওভারে ১০০

অনেকটা টর্নেডো গতিতে একশ রানে নিউজিল্যান্ড। রুবেল হোসেনের বলে গ্লেন ফিলিপস ছক্কা হাঁকালে মাত্র ৬.৫ ওভারেই কিউইরা পেরিয়ে যায় একশ। দশ ওভারের ম্যাচে শুরু থেকেই দ্রুত রান তুলছে স্বাগতিকরা।

গাপটিলকে ফেরালেন মেহেদি

প্রথম দুই বলে দুই ছয় হজম করে মেহেদি হাসানের শুরুটা মোটেও ভালো হয়নি। পরের বলেও হজম করলেন চার। তবে এর পরই আরও একবার ডিপ এক্সট্রা কভারের ওপর দিয়ে তাকে সীমানাছাড়া করতে গিয়ে আউট হলেন মার্টিন গাপটিল।

নিউজিল্যান্ড ৮৫/১

গাপটিল-অ্যালেনের রূদ্রমূর্তি

প্রতিপক্ষের খাপছাড়া বোলিং আর ছোট মাঠের ফায়দা ভালোভাবেই তুলছেন গাপটিল আর অ্যালেন। পাঁচ ওভার শেষেই তুলে নিয়েছেন ৭০ রান। 

১০ ওভারের লড়াই। তাই শুরু থেকেই কিউই ঝড়! প্রথম ওভারে নাসুম আহমেদের বলে ছক্কা। পরের ওভারে তাসকিন আহমেদের বলেও একই দৃশ্য। মার্টিন গাপটিলের ছক্কা ঝড়ে শুরু নিউজিল্যান্ডের দাপট। ৩ ওভারের পাওয়ার প্লেতে নিউজিল্যান্ড বিনা উইকেটে ৪৩ রান। 

দলে নেই মিঠুন, সাইফ

বড় পরিবর্তনের আভাসটা আগে থেকেই ছিল। সেটাই ঘটেছে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে। অধিনায়ক মাহমুদউল্লাহ তো থাকছেনই না এ ম্যাচে, দলে নেই মোহাম্মদ মিঠুন, সাইফউদ্দিনরাও। তাদের বদলে দলে ঢুকেছেন মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন ও নাজমুল হোসেন শান্ত।

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বৃষ্টি থেমে গেছে। টসও হয়ে গেছে। অধিনায়কত্বের শুরুটা 'জয়' দিয়েই শুরু হলো লিটন দাসের। টসে জিতেছে বাংলাদেশ। ভেজা উইকেটের সুবিধা নিতে প্রতিপক্ষকে পাঠিয়েছে ব্যাটিংয়ে। তবে বৃষ্টিতে যে সময় নষ্ট হয়েছে তাতে আম্পায়াররা সিদ্ধান্ত নিয়েছেন খেলা হবে ১০ ওভারের, পাওয়ার প্লে হবে ৩ ওভার।

বৃষ্টির লুকোচুরি শেষে মাঠে দুই আম্পায়ার

স্বস্তির খবর- অকল্যান্ডে বৃষ্টি থেমেছে। দুই আম্পায়ার এখন মাঠে। পিচ থেকে কভার সরানো হয়েছে। তবে ম্যাচটা যে পুরো ২০ ওভারের করে হচ্ছে না সেটা অনেকটাই নিশ্চিত। কারণ খেলা শুরুর নির্ধারিত সময় দেড় ঘন্টা পেরিয়ে যাচ্ছে।

বেরসিক বৃষ্টি!

বৃষ্টি রীতিমতো রসিকতা শুরু করেছে মাঠ কর্মীদের সঙ্গে। এই থামে তো কিছুক্ষণ পরই ফের বর্ষণ। এখন এই রিপোর্ট লেখার সময়ও ফের নেমেছে বৃষ্টি। অকল্যান্ডে খেলা হবে কীনা নিশ্চিত উত্তর নেই। বাংলাদেশ সময় দুপুর ১২টায় ম্যাচ শুরুর কথা থাকলেও এখন অব্দি টসই হয়নি। কখন হবে কেউ জানে না!

থেমেছে বৃষ্টি, সরছে কভার

বৃষ্টি থেমেছে অকল্যান্ডে। ফলে গ্রাউন্ডসম্যানরা কভার সরিয়ে নেওয়ার কাজটিও করছেন দ্রুততার সঙ্গে। যে কোনো সময় মাঠের পর্যবেক্ষণে যাবেন আম্পায়াররা।

ফের বৃষ্টি, অপেক্ষা বাড়ল!

ম্যাচ শুরুর সময় পেরিয়ে গেছে। বাংলাদেশ সময় দুপুর ১২টায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি শুরুর কথা থাকলেও টসই হচ্ছে না। অকল্যান্ডে ফের বৃষ্টি! মাঠের মাঝখানে কভার দিয়ে রাখা হয়েছে। শুরুর অপেক্ষা বাড়ল!

শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টির চোখরাঙানি

দিনের শুরু থেকেই অকল্যান্ডের আকাশে দুর্যোগের ঘনঘটা। দিনের প্রথম ম্যাচে এই ইডেন পার্কেই মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড নারী দল ও অস্ট্রেলিয়া। সে ম্যাচে ঠিকঠাক ২০ বলও খেলা হয়নি বৃষ্টির দাপটে। নিউজিল্যান্ড-বাংলাদেশ তৃতীয় টি-টোয়েন্টিও রক্ষা পাচ্ছে না এর কবল থেকে। ম্যাচের আধঘণ্টা আগে বৃষ্টির প্রকোপ কমলে কভার সরিয়ে নেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছিল অন্তত ম্যাচটা শুরু হবে ঠিক সময়েই। তবে ম্যাচ শুরুর ঠিক পাঁচ মিনিট আগে আবারও বৃষ্টির হানা। কভার ফিরে এসেছে আবারও। ফলে টসে হচ্ছে দেরি।

নেই মাহমুদউল্লাহ, বাংলাদেশের সপ্তম টি-টোয়েন্টি অধিনায়ক লিটন

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ পাচ্ছে না নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। চোটের কারণে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় বাংলাদেশের নেতৃত্বে লিটন কুমার দাস। বাংলাদেশ দলের সপ্তম টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন লিটন। সব মিলিয়ে বাংলাদেশ দলের ১৮তম অধিনায়ক হলেন এই উইকেট কিপার ব্যাটসম্যান।