‘জয়’ দিয়ে শুরু অধিনায়ক লিটনের
লিটন দাস/ফাইল ছবি
নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ইনজুরিতে নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ হলেন লিটন দাস। আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো টস করতে নামলেন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটসম্যান। ভাগ্যটা সঙ্গেই থাকল তার। টস জিতেই শুরু নেতৃত্বের অভিষেক।
অকল্যান্ডে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে শুরুতে ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক লিটন। বৃষ্টিতে যে সময় নষ্ট হয়েছে তাতে আম্পায়াররা সিদ্ধান্ত নিয়েছেন খেলা হবে ১০ ওভারের, পাওয়ার প্লে হবে ৩ ওভার।
বিজ্ঞাপন
নিউজিল্যান্ড সফর ভালো যায়নি লিটনের। আগের তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি অর্থাৎ নিজের খেলা শেষ পাঁচ ম্যাচে ১৯, ০, ২১, ৪ ও ৬ করে সর্বসাকুল্যে ৫০ রান এসেছে তার ব্যাট থেকে। লিটন আজ অধিনায়ক হিসেবে নেমে কী করতে পারেন সেটাই এখন দেখার।
তবে লড়াইটা সহজ হচ্ছে না। কারণ ২০০৬ সালের পর প্রথমবার পঞ্চপাণ্ডব খ্যাত ৫ ক্রিকেটারকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজা আগেই অবসর নিয়েছেন টি-টোয়েন্টি থেকে। নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। পিঠ আর আঙুলের চোটে মাঠের বাইরে মুশফিকুর রহিম।
বিজ্ঞাপন
চাপে থেকেই শুরুটা হলো বাংলাদেশ দলের সপ্তম টি-টোয়েন্টি অধিনায়ক লিটনের। সব মিলিয়ে বাংলাদেশ দলের ১৮তম অধিনায়ক তিনি। স্বস্তির খবর টস জিতেই শুরুটা হলো তার।
এটি/এনইউ/জেএস