শ্রীলঙ্কায় সাকিব, থাকতে পারেন মূল একাদশে
কানাডায় গ্লোবাল টি-২০ তে দলকে রেখে এসেছেন দারুণ ছন্দে। তবে সেখানে পুরো টুর্নামেন্ট খেলা হচ্ছে না বাংলাদেশের টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানের। শ্রীলঙ্কায় চলমান লঙ্কান প্রিমিয়ার লিগে অংশ নিতে কানাডার টুর্নামেন্টকে বিদায় বলেছেন তিনি।
শ্রীলঙ্কায় অবশ্য এরইমাঝে এসে পৌঁছেছেন সাকিব। যোগ দিয়েছেন গল টাইটান্সের সাথে। এমনকি দুপুরে ডাম্বুলা অরার বিপক্ষে ম্যাচেও দেখা যেতে পারে টাইগার অধিনায়ককে। শ্রীলঙ্কান ক্রীড়া সাংবাদিক দানুস্কা অরবিন্দ তার ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
BREAKING NEWS Allrounder of Bangladesh , Shakib Al Hasan has arrived in Sri Lanka to join Galle Titans for LPL...
Posted by Danushka Aravinda on Sunday, July 30, 2023
লঙ্কান প্রিমিয়ার লিগে আসার আগে কানাডায় দারুণ সময় পার করেছেন সাকিব। সেখানে মন্ট্রিয়েল টাইগার্সের জার্সিতে নেমেছিলেন মাঠে। চার ম্যাচের মধ্যে তিন ম্যাচেই পেয়েছেন জয়ের দেখা।
বিজ্ঞাপন
চার ম্যাচে ব্যাট হাতে ২৫.৫০ গড়ে ১০২ রান করেন সাকিব। ১৫৪.৫৫ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি। তাছাড়া বল হাতে ৭ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। একটা ম্যাচ বাদে বাকি তিন ম্যাচেই ছিলেন স্বরূপে। দলের জয়ে রেখেছেন বড় ভূমিকা।
লঙ্কান প্রিমিয়ার লিগে গল টাইটান্সে সাকিব সতীর্থ হিসেবে পাবেন বাংলাদেশের মোহাম্মদ মিঠুনকে। এছাড়াও এই দলে থাকছেন ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, তাবরিজ শামসি, লাহিরু কুমারাদের মত তারকাকে।
জেএ