বয়সভিত্তিক দলের পেসার আগুন ঝড়ালেন বাংলাদেশ গেমসে। ১৪ রান খরচ করে নিয়েছেন ছয় উইকেট। তাতে মাত্র ২৬ রানেই অলআউট হয়ে গেছে চন্দ্রদ্বীপ সাউথ জোন। ফাহিমের দল বরেন্দ্র নর্থ জোন পেয়েছে ২১১ রানের বড় জয়।

আজ (বৃহস্পতিবার) বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নামে নর্থ জোন। সাউথ জোনের সামনে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ২৩৭ রানের বড় লক্ষ্য দেয়।
  
৭ চারে ১০৬ বলে ৬০ রান করা মিনহাজুল ইসলাম হন সর্বোচ্চ রান সংগ্রাহক। মিসবাহ আহমেদ অপরাজিত ছিলেন ৩৮ রানে। এছাড়া জাহিদুল হক ৩৬, নাঈম আহমেদ ৩১ ও আরাফাত ইসলাম করেন ২৬ রান। নর্থ জোনের পক্ষে নুরুল হাসান, হাসিব হাওলাদার, শাহরিয়ার সাকিব ২টি করে উইকেট নিয়েছেন।

বড় লক্ষ্যে খেলতে নেমে ফাহিমের তোপের মুখে পড়ে সাউথ জোন। ৯ ওভারে ২৬ রান করে অলআউট হয় তারা। দলের পাঁচ ব্যাটসম্যান রানের খাতা খুলতে পারেননি। সর্বোচ্চ ৯ রান এসেছে মোহাম্মদ রেজওয়ানের ব্যাট থেকে। ৫ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ফাহিম পেয়েছেন ৬ উইকেট। ৩ উইকেট নিয়েছেন সজিব আহমেদ।

এমএইচ/এটি